সাপাহারে কাঠ ফেলে রাস্তায় প্রতিবন্ধকতা তৈরীর অপরাধে ৪ স'মিল মালিককে জরিমানা

নওগাঁর সাপাহারে কাঠ ফেলে রাস্তায় প্রতিবন্ধকতা তৈরীর অপরাধে ৪ জন স'মিল মালিককে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার বেলা ১১ টার দিকে উপজেলা সদরের জয়পুর নামক স্থানে সাপাহার থানা পুলিশের সহায়তায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কল্যাণ চৌধুরী'র নের্তৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়।
এসময় সাপাহার হতে নিশ্চিন্তপুর প্রধান সড়কের দু'পাশে স'মিলের কাঠ ফেলে প্রতিবন্ধকতা তৈরীর অপরাধে মা স'মিল মালিক কে ১০ হাজার, একতা স'মিল মালিক কে ১০ হাজার, নর্থ বেঙ্গল স'মিল মালিক কে ১০ হাজার এবং ভাই ভাই স'মিল মালিক কে ১০ হাজার টাকা অর্থদন্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট কল্যাণ চৌধুরী এর নের্তৃত্বে গঠিত ভ্রাম্যমাণ আদালত। জনস্বার্থে এধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।
আরপি / আইএইচ-০৫
বিষয়: সাপাহারে কাঠ ফেলে রাস্তায় প্রতিবন্ধকতা তৈরীর অপরাধে ৪ স'মিল মালিককে জরিমানা সাপাহারে কাঠ কাঠ ফেলে রাস্তায় প্রতিবন্ধকতা
আপনার মূল্যবান মতামত দিন: