ফয়সাল আহমেদের কবিতা: কুকুরের ভয়ে

কুকুরের ভয়ে
আজ আছি, কাল রব না
এইটা নিয়ে নেই ভাবনা।
দুদিনের এই রঙ্গ ভবে,
এসেছি যখন যেতেই হবে।
আজ হোক বা কাল-পরশু
বৃদ্ধ হোক আর যুবক-শিশু।
কখন যে কার ফুরাবে আয়ু
জানেনা শ্বাস-প্রশ্বাস বায়ু।
তবুও অবুঝ অমর ভেবে
অন্যায় করি বে-হিসেবে।
কত ব্যথা দেই অপর মনে
চেনা-অচেনা আপনজনে।
কত পাপ করি অন্যায় সয়ে
শোষকের থেকে শাস্তির ভয়ে।
এইসব পাপ রয়েছে জমা
প্রতিবাদ ছাড়া হবেনা ক্ষমা।
আজ বাদে কাল যাবোই মরে
কেন সইবো কুকুরের ডরে?
মাফ করে দিও আপনা থেকে
যাচ্ছি আমি স্বাক্ষর এঁকে।
কাঁধ পেতে সব নিয়েছি মেনে
পাপের বোঝা দায়,
তোমরা সবে ভালো থেকো
বন্ধু হে বিদায়।
লেখক: ফয়সাল আহমেদ
রাজশাহী কলেজ উদ্ভিদবিদ্যা বিভাগ তৃতীয় বর্ষ
বিষয়: কুকুরের ভয় কুকুর যুবক
আপনার মূল্যবান মতামত দিন: