রাজশাহী মঙ্গলবার, ১৮ই মার্চ ২০২৫, ৪ঠা চৈত্র ১৪৩১


তারিনা আফরিন হিমার কবিতা: নির্ভিক ভাষার পিপাসু


প্রকাশিত:
১৫ ফেব্রুয়ারি ২০২৫ ২২:৫৩

আপডেট:
১৮ মার্চ ২০২৫ ০০:৪৩

রাজশাহী পোস্ট

নির্ভিক ভাষার পিপাসু

তারিনা আফরিন হিমা

আকাশে উড়ছে অজস্র মিত্রবাহিনী
গাইছে গান মনের সুখে,
নির্দ্বিধায় বুনছে সুর
নক্ষত্র ঝড়ছে মুখে মুখে।

মৃদু বাতাসে মিশে আছে
করুন এক গল্পের রহস্যময় গন্ধ,
মনের বেখেয়ালি ভাবনায়
জেগেছে অপার নতুন ছন্দ।

রাস্তার ধারে ফুঁটেছে কত
রক্ত জবার বিষাদ,
৫২- এর করুণ কাহিনী
বদলে দিয়েছে শত মনের মুক্তির তিক্ত স্বাদ।

মাতৃভাষার জন্য যারা
নিজেদের করেছে বলীয়ান,
অকুতোভয়, সাহসী আর ভাষার পিপাসু
সবার হৃদয়ে তৈরি করেছে পরম শ্রদ্ধেয়ময় স্থান।

ভুলবনা তোমাদের রাখবো মনের
সুরক্ষিত ঘরে,
নির্ভিকেরা শত্রুদের বিনাশে
এগিয়ে যাও দেশকে মুক্ত করে।


             শিক্ষার্থী, ইতিহাস বিভাগ, রাজশাহী কলেজ, রাজশাহী

 

আরপি/ আআ


বিষয়: পিপাসু


আপনার মূল্যবান মতামত দিন:

Top