শাহরিয়ার জয়ের কবিতা: বীর বাঙ্গালী

বীর বাঙ্গালী
মোঃ শাহরিয়ার জয়
শোনো হে বিশ্ববাসী,
এক জাতির কথা বলি
ওরা দেশের তরে জাতির তরে
জীবন দেয় যে বলি।
এক জাতির কথা বলি।
কি জানি সে কিসের নেশা
রক্তে ওদের আগুন মেশা,
দেশ মাতারই মান বাঁচাতে
ওরা রক্ত দেয় যে ঢালি।
এক জাতির কথা বলি।
সেই যে শুরু বায়ান্নতে
মায়ের ভাষায় মান বাঁচাতে,
বুক চিতিয়ে খেলো গুলি,
খেললো ওরা রক্ত হোলি।
এক জাতির কথা বলি।
কামান দেখেও যায়নি সরে
ভয়ঙ্কর ওই একাত্তরে,
লাশের হিসেব জানতো শুধু
ওই শেয়াল শকুনগুলি।
এক জাতির কথা বলি।
রক্ত দেওয়া নেশা যাদের
সহজ তো নয় থামানো তাদের,
নামটা ওদের বীর বাঙ্গালী,
করলো প্রমান ২৪'এর ফুল গুলি।
এক জাতির কথা বলি।
শিক্ষার্থী, রাজশাহী কলেজ,রাজশাহী
বিষয়: বাঙ্গালী
আপনার মূল্যবান মতামত দিন: