নয়নের মনি

মনি!
আমার নয়নের মনি!
লকডাউনে বন্দী বাসায় তুমিহীন কক্ষে তোমারই স্বপ্ন গুনি।
তোমার স্মৃতি করে চিত্ত রঞ্জন হৃদয়ের রন্ধ্রে রন্ধ্রে তোমারই গুঞ্জন
পাখির কূজনে, মৌমাছির মধুবনে,
একাকী নীরব যামীনীর অলস শয়নে
দগ্ধ হই তোমারই স্মৃতির দংশনে।
মনি! মনে পড়ে কী ?
বসেছিলাম দুজন মুখোমুখী রাঁধুনী চাইনিজ রেস্তোরার টেবিলে,
আসতে দেরী করেছি বলে অভিমানে মুখটা ফিরিয়ে রাখলে।
সে মান ভাঙাতে তোমায় খাইয়ে দিলাম তুলে।
এই মনি! সবই কি গেছো ভুলে?
হরিতলার মোড়ের সেই ছাতিম গাছ
তোমায় পেয়ে কেমন মায়ায় পাখনা মেলে করছিল উচ্ছাস!
পদ্মা গার্ডেনের সেই কৃষ্ণচূড়া আনন্দে হয়েছিল আত্মহারা
ফুচকা খাওয়ার আমেজে ফুল ঝরিয়ে দিয়েছিল পাহারা।
স্মৃতির মিনারে করছে খেলা প্রতি বিকেলে "মাস্টার শেফ " দুপুরে "নিউ ড্রীম "
রেস্তোরাঁয় কত কথা-মালা হত বিনিময় খাবার খাওয়ার অন্তরঙ্গ-বেলা।
জানো মনি!
আজ খুব মনে পড়ে প্রথম দেখার সেই প্রাঞ্জল ক্ষণ
সিএনজিতে বসা তুমি-আমি পাশাপাশি দুই জোড়া চোখের মধু-মিলন।
দূরে বসে আজ হৃদয়ের মনিকোঠায়
স্মৃতির সাগরে অবগাহী নিঃসঙ্গ নীরবতায়
মনি! কোথায় তুমি?
তুমি কোথায়??
কবে ফিরবে সেই শুভক্ষণ আবার!!
আরপি/আআ
আপনার মূল্যবান মতামত দিন: