রাজশাহী শনিবার, ১৭ই মে ২০২৫, ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩২


ছোট কবিতা

স্বপ্নবোনা


প্রকাশিত:
২০ আগস্ট ২০১৯ ০০:৪৫

আপডেট:
৮ সেপ্টেম্বর ২০১৯ ১৪:১৮

প্রতীকি ছবি

স্বপ্নবোনা

রুদ্ধদ্বার, রুদ্ধ পথচলা 
রুদ্ধ মানবতা, তবু দীপ্ত অহংকারের কালো থাবা| 
ভেঙ্গেও ভাঙ্গে না যেন অশুভ শক্তির দ্বার
জীবন বিষময় তবু বিষের সাথেই কেন সখ্য তার?


প্রশ্নের ঝুঁড়িটা নয় তবু অল্প
কষ্টের ঝুড়িটা লক্ষ,শতকল্প।


এভাবেই ছুটে চলা, নেই কোনো বিরাম!
তবু রুদ্ধদ্বার রুক্ষকনার ফাঁক দিয়ে ছুটে চলা
জীবন রুদ্ধদ্বার, রুক্ষকনায় তবুও স্বপ্নবোনা



আপনার মূল্যবান মতামত দিন:

Top