লাটাই ছড়া সাহিত্য পুরস্কার পাচ্ছেন যারা
 
                                
‘লাটাই ছড়া সাহিত্য পুরস্কার ২০১৯’ ঘোষণা করা হয়েছে। ছড়াবিষয়ক লিটল ম্যাগাজিন ‘লাটাই’ এর উদ্যোগে ৪র্থ বারের মতো এ পুরস্কার প্রদানের আয়োজন করা হয়েছে। লাটাই উপদেষ্টা শিশু সাহিত্যিক আমীরুল ইসলাম ও সম্পাদক মামুন সারওয়ার বিষয়টি জানিয়েছেন।
২০১৯ সালে পুরস্কার পাচ্ছেন, আজীবন সম্মাননা শাখায়- তপংকর চক্রবর্তী, শিশুতোষ ছড়ায় আহমাদ উল্লাহ, লোকছড়া শাখায়- আহমেদ জসিম, পদ্যছড়ায় সুজন বড়ুয়া, দেশপ্রেমের ছড়ায় মানজুর মুহাম্মদ, এছাড়া তরুণ ছড়াকার ইমরান পরশ, গিয়াস উদ্দিন রূপম ও আরিফ বখ্তিয়ার।
নভেম্বর মাসের শেষে অনুষ্ঠানের মাধ্যমে পুরস্কার প্রাপ্তদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।
এর আগে ২০১৮ সালে এই পুরস্কার পেয়েছেন আনজীর লিটন, রোমেন রায়হান, ওয়াসিফ-এ-খোদা, নীহার মোশারফ, আহমাদ স্বাধীন।
২০১৭ সালে পেয়েছেন ফারুক নওয়াজ, ফারুক হোসেন, হাসান হাফিজ, স.ম. শামসুল আলম, আহমেদ সাব্বির, অদ্বৈত মারুত, মঈন মুরসালিন।
২০১৬ সালে পেয়েছেন আলম তালুকদার, আসলাম সানী, আমীরুল ইসলাম, রহীম শাহ, কামাল হোসাইন ও আবিদ আজম।
আরপি/ এএন

 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: