অধ্যাপক ড. আনিসুজ্জামান তুমি চির অম্লান

অধ্যাপক ড. আনিসুজ্জামান তুমি চির অম্লান
শ্রদ্ধা সিক্ত নয়ন জলে, দিয়েছি তোমায় বিদায়।
বাংলা সাহিত্যে তোমার প্রয়াণ, একটি অধ্যায়ের সমাপ্তি ঘটলো।
তুমি সাহিত্যকে করেছো অলঙ্কৃত।
তোমার লিখনীতে আমরা পেয়েছি বাংলার সু-ঘ্রাণ।
অধ্যাপক আনিসুজ্জামান, সর্বজন শ্রদ্ধেয় একটি নাম
বৈশ্বিক মহামারীর করাল থাবায় আজ তুমি স্তব্ধ।
তোমার লেখনী আমাদের করেছে বিমোহিত।
তোমার লেখায় অনুপ্রাণিত হয়েছেন হাজারো কবি সাহিত্যিক।
সবাইকে ছেড়ে তুমি আজ না ফেরার দেশে।
তোমার বিয়োগান্ত বেদনা থাকবে চিরকাল।
তোমার মর্মস্পর্শী ছন্দগুলো, দোলা দেবে আমাদের মনে।
তোমার কাব্যিকতা সাহিত্য অঙ্গনে চির অম্লান।
তোমাকে শ্রদ্ধা জানানোর ভাষা আমাদের নেই।
তোমার এই নির্লিপ্ত দেহখানি বহন করার শক্তি আমাদের নেই।
তুমি চিরজীবী, তুমি থাকবে বাংলা সাহিত্যে হাজার বছর।
তোমার ভালবাসার সান্নিধ্যে মানুষ পেয়েছে বাংলার জয়গান।
তোমার রেখে যাওয়া শিক্ষা থাকবে চিরকাল।
তুমি সাহিত্যের নবদূত- তোমার সৃষ্টি ছোঁয়ায় সঞ্জীবিত হবে নতুন প্রজন্ম।
মোহাম্মদ খায়রুল আলম
প্রতিষ্ঠাতা সভাপতিঃ
‘এপেক্স ক্লাব অব রেঁনেসা’
‘রেইনবো নারী ও শিশু কল্যাণ ফাউন্ডেশান’
আরপি/এমএইচ
বিষয়: অধ্যাপক ড. আনিসুজ্জামান
আপনার মূল্যবান মতামত দিন: