তুমি বাংলা আমার

তুমি বাংলা আমার
শুরু থেকে শেষ,
তুমি বাংলা আমার
বায়ান্ন থেকে একাত্তর,
তুমি বাংলা আমার
প্রিয় স্বাধীনতার গৌরব।।
তুমি বাংলা আমার
ত্রিশ লক্ষ শহীদ,
তুমি বাংলা আমার
সাত বীরশ্রেষ্ঠের কথা,
তুমি বাংলা আমার
প্রিয় স্বাধীনতার গৌরব।।
তুমি বাংলা আমার
ছেলেহারা মায়ের কান্না,
তুমি বাংলা আমার
ফাঁসির দাবি নিয়ে-আসা,
তুমি বাংলা আমার
প্রিয় স্বাধীনতার গৌরব।।
তুমি বাংলা আমার
মুক্ত দিগন্ত পেরিয়ে,
তুমি বাংলা আমার
লাল সবুজ নিশান,
তুমি বাংলা আমার
প্রিয় স্বাধীনতার গৌরব।।
আরপি/এএন
বিষয়: কবিতা রুহুল আমীন রাহুল
আপনার মূল্যবান মতামত দিন: