করোনা আতঙ্কে: শিল্পকলা একাডেমির সব মিলনায়তন বন্ধ

করোনা ভাইরাসের কারণে জনসমাগম এড়াতে রাজধানীর শিল্পকলা একাডেমির সব মিলনায়তন বন্ধের ঘোষণা দিয়েছে একাডেমি কর্তৃপক্ষ। বুধবার (১৮ মার্চ) থেকে ৩১ মার্চ পর্যন্ত শিল্পকলার সব মিলনায়তন বন্ধ থাকবে।
মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন একাডেমির জনসংযোগ বিভাগের কর্মকর্তা এস এম সালাউদ্দিন।
তিনি বলেন, করোনা ভাইরাস যাতে ছড়িয়ে না পড়ে সেজন্য সরকার জনসমাগমের আয়োজন না করার অনুরোধ করেছে। এ পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বন্ধ থাকা শিল্পকলা একাডেমির মিলনায়তনগুলোর মধ্যে রয়েছে জাতীয় নাট্যশালার মূল মিলনায়তন, পরীক্ষণ থিয়েটার হল ও স্টুডিও থিয়েটার হল, জাতীয় চিত্রশালা মিলনায়তন এবং জাতীয় সঙ্গীত ও নৃত্যকলা মিলনায়তন। এর পাশাপাশি শিল্পকলা একাডেমির উন্মুক্ত প্রাঙ্গণে অবস্থিত কফি হাউজ ও জাতীয় নাট্যশালার ছাদের খাবারের দোকান ‘চিলেকোঠা’ও বন্ধ থাকবে।
আরপি/ডিজে
আপনার মূল্যবান মতামত দিন: