সামিউল নির্জনের কবিতা : সূচনা
সূচনা
সামিউল নির্জন
অমর মধুর প্রেমে তোমার
হৃদয় জাগে আমার।
তোমার স্মৃতি আমার হৃদয়,
হরন করে রাখে।
সে দিন হতে জীবনে আমার,
প্রেমের নব সুচনা।
তুমি কল্পনায় মিশে আছো
আমার হিয়ার মাঝে।
তোমায় কথার সুরের মাঝে
আমার হৃদয় বাজে।
সে দিন হতে জীবনে আমার,
প্রেমের নব সুচনা।
দিনভর হাজারো কথা
রাতেও হয়নি শেষ,
কোনো রাতে হয়নি ঘুম
তব্ওু আসেনি ক্লেশ।
সে দিন হতে জীবনে আমার,
প্রেমের নব সুচনা।
দুইদিন যায়, চারদিন যায়
বাড়ে প্রেমের টান,
রোজ সন্ধ্যায় আকুল আবেদন
শোনাতে হবে গান।
সে দিন হতে জীবনে আমার,
প্রেমের নব সুচনা।
আরপি/আআ
আপনার মূল্যবান মতামত দিন: