মাহাবুব আলমের কবিতা: কেউ নেই
কেউ নেই
আচ্ছা তোমার খোঁজ নেওয়ার কি কেউ নেই?
না নেই,
শাসন করে বুঝাবার
মত কি কেউ নেই?
না নেই,
কষ্ট পেলে বলার কি কেউ নেই?
না নেই,
দুঃখ পেলে কাঁধে হাত
দিয়ে বলার মানুষ নেই?
না নেই ,
তোমার কেউ নেই?
হ্যাঁ এই শহরে আমার কেউ নেই,
খাবার খেয়েছো কি না,
সেই কথা বলবার মানুষ নেই ?
না নেই ,
সারাদিন কোথায় ছিলে
কি করলে এই কথা বলার মানুষ নেই?
না নেই, আজও কেউ নেই ,
তাহলে বেঁচে আছো কিভাবে?
মরে যাওয়ার তো কোন কারণ ও নেই,
এভাবে কি জীবন চলে?
না চলার কোন উপায় নেই,
খাওয়া দাওয়া করো কোথায়?
মৃদুল নামক ছাত্রাবাসে,
বাসা যাওনি কতদিন?
দীর্ঘ কিছুদিন,
কষ্ট হয় না?
হলেও সোনার মানুষ নেই,
ভালো থাকতে পারো?
না থাকারও কোনো কারণ নেই,
নিজের সাথে যুদ্ধ করবে কতদিন?
শেষ নিঃশ্বাস আছে যতদিন,
প্রেম করো?
বিষাক্ত জিনিস ভয় করি,
আচ্ছা একটা কথা জিজ্ঞাস করি?
দরকার নেই -আমি আসি,
মাহাবুব আলম
অনার্স দ্বিতীয় বর্ষ
ম্যানেজমেন্ট বিভাগ
রাজশাহী কোট কলেজ রাজশাহী
আরপি/আআ
বিষয়: আলমের কবিতা কেউ নেই
আপনার মূল্যবান মতামত দিন: