রাজশাহী শুক্রবার, ৩রা মে ২০২৪, ২০শে বৈশাখ ১৪৩১


আব্দুল আলিমের কবিতা ‘আমার বিদায়’


প্রকাশিত:
৫ অক্টোবর ২০২৩ ১৭:৩৮

আপডেট:
৩ মে ২০২৪ ০১:২৮

ফাইল ছবি

আমার বিদায়
আব্দুল আলিম

আমার বিদায় বেলায় তুমি কি আসিবে?
দেখিতে আমার বিদায়ি মুখ

তুমি কি আমার বিদায়ে কাঁদিবে?
তুমি কি বসিবে আমার লাশের পাশে?
তুমি কি তখন আমাকে কিছু বলিতে চাইবে না?
তুমি কি ভাবিবে সেই আগের দিনের কথা?

তুমি কি চাইবে না শেষ বারের মত দেখিতে?
তুমি কি পারিবে আমার কথা ভুলিতে?
তুমি কি পারিবে একা পথ চলিতে?
তুমি কি আমার ঘাটলি ধরিয়া কাঁন্নায় আচ্ছন্ন হইবে না?

তুমি কি পারিবে কান্না না করিয়া থাকিতে?
তুমি কি পারিবে জীবনের শেষ দিন দিন পর্যন্ত আমার কথা মনে রাখিতে?

তুমি কি আমার জন্য সর্বদা প্রার্থনা করিবে?
চির বিদায়, শায়িত হইয়ে গেলাম আমি।

 

 

আরপি/এসআর-০৭


বিষয়: কবিতা


আপনার মূল্যবান মতামত দিন:

Top