রাজশাহী শুক্রবার, ৩রা মে ২০২৪, ২০শে বৈশাখ ১৪৩১


আবু সিয়ামের কবিতা ‘কবর’


প্রকাশিত:
২ অক্টোবর ২০২৩ ২৩:৫৫

আপডেট:
৩ অক্টোবর ২০২৩ ০০:১৫

ফাইল ছবি

কবর
আবু সিয়াম

নিস্পাপ ছোট্ট শিশু!
ভোরের শিশির বিন্দুর মতো স্বচ্ছ

শূন্য হাতে আগমন এ–দুনিয়ায়
কত আদর, স্নেহ–যত্নে আগলে রাখা হয়

সময়ের পরিক্রমায় দুদিনের দুনিয়ায়
কতই না?দৌড়াদৌড়ি!

ভবিষ্যতের চিন্তায়! স্বপ্নের জাল বুনতে
ভালো খারাপের ঘূর্ণিপাকে পড়ি?

দুনিয়ার বুকে চাওয়া–পাওয়ার
শেষ কোথায়?
পাইলেও আর একটু চাওয়ার
আশায় বছর কেটে যায়

একটা সময় থাকবে যেখানে
বন্ধু–বান্ধব পরিবার আত্মীয়
পরিজনে গুরুত্ব থাকবে

একটা সময় আসবে
ফুরিয়ে যাবে যৌবন
অবহেলায় কাটবে মূল্যহীন জীবন

মরণ পথের পথিক জেনেও
জন্মেছি এ দুনিয়ায়

বাঁচিবার আশা করিতে করিতে
কখন জানি মাঝখান দিয়ে
জীবনটা ঘন্টায়–ঘন্টাটা মিনিটে,
মিনিটটা সেকেন্ডে নিঃস্ব হয়ে যায়।

সমাপ্তি ঘটে দুনিয়ার জীবন!
অশ্রুসিক্ত আর্তনাদে কিছু দিনের
মায়ায় পড়ে পরিবার

গরম–পানি দিয়ে গোসল করিয়ে
সাদা কাঁপড়ে জড়িয়ে খাটিয়ায় রাখিবে!

পরিবার পরিজনের চিৎকারের আর্তনাদে
বেঁলাটা ফুৃঁরিয়ে যাবে।

কোথায় ছিলে, কোথায় রাখা হবে
মাটির দেহ মাটিয়ে খাবে

শেষ যাত্রায় খাটিয়া কাঁধে
শায়িত হবে কবরস্থানে।

 

 

 

 

আরপি/এসআর-১২


বিষয়: কবিতা


আপনার মূল্যবান মতামত দিন:

Top