এ কে সরকার শাওনের কবিতা "দুই জয়ীতা"

দুই জয়ীতা
এ কে সরকার শাওনের
শেষ ভাদ্রের মিষ্টি বৃষ্টি
টিপ টিপ রিমিঝিম সুর;
টিনের চালে নূপুর বাজে
মন ছুটে বহুদূর!
ধূসর আকাশের ঝাঁঝরা বুকে
কতো অশ্রু যে ধরে!
নিরব নিস্তব্ধ পত্র-পল্লব
মৌন মলিন ভারে!
ঘন সবুজে দৃষ্টি কাড়ে
পরিশুদ্ধ অমল ভুবন;
তৃপ্তির নিশ্বাসে বুক ভরে
ওরা কতো যে আপন!
তাপদাহ বিলীন, ধুলোহীন,
পরিচ্ছন্ন হিমল হাওয়া;
শরীর জুড়ায় মন উথলায়
লালচায় প্রিয়ার ছোঁয়া!
দৃষ্টি আমার বৃষ্টির দিকে
মন গুনগুনিয়ে হারায়;
সহসা দেখি লাইভে সখী
গাড়ী সন্মুখে বাড়ায়!
ছোট ভগিনী ও আমার তিনি
সে কি হাসি তামাশায়!
এক হাতে স্টিয়ারিংয়ে বোন,
অভিমানী রং লাগায়!
পথ পিচ্ছিল ব্রেক শিথিল,
বাষ্পে কাচ অস্বচ্ছ;
দ্রুততালে উইন্ডশীল্ড চলে
ওদের কাছে সব তুচ্ছ!
গতি দেখে মরি শংকায়,
উল্লাসে মত্ত দুই মৌমিতা!
আবার লাইভ এসে বলে হেসে
কবি, লিখো একটি কবিতা!
কী লিখি! আমি তো দেখি,
ওরাই শত কবিতা;
যতো লিখি চরণ ফুরাবেনা আমরণ
ওরা যে দুর্বার জয়িতা!
কবিতাঃ দুই জয়ীতা
কাব্যগ্রন্থঃ আপন-আভাস
এ কে সরকার শাওন
শাওনাজ ভবন, উত্তরখান, ঢাকা।
১৪ সেপ্টেম্বর ২০২২
আরপি/এমএএইচ
বিষয়: দুই জয়ীতা এ কে সরকার
আপনার মূল্যবান মতামত দিন: