এ কে সরকার শাওনের কবিতাঃ রূপার নূপুর
রূপার নূপুর
এ কে সরকার শাওন
বৃষ্টি এলে মন ভিজে
মন উড়ে মনের ডানায়,
শৈশবের স্মৃতিগুলো
মাথাচাড়া দিয়ে হানায়!
বৃষ্টির দোহাই স্কুল কামাই
আষাঢ়ে আড্ডা জমজমাট!
পথ-গোপথ কাদায় পিচ্ছিল
পিছলে পড়ে ভেস্তে ঠাঁট!
চপলা কিশোরী অতি অপ্সরী
মন কাড়িত যাদুকরী!
বাঁকা নজরে তীর ছুড়ে
জগলুর হৃদয় দিতো ফাড়ি!
বর্ষাকাল কাজের আকাল
অফুরন্ত সময় খেলার!
বিকেল বেলায় বল খেলায়
জনাকীর্ণ মাঠের ধার!
গোলের আনন্দ দ্বিগুণ হতো
দূরে সজনীর হাতছানি!
না জানি কোথায় এই বরষায়
লুকিয়ে আছে দেবযানী!
সেজেগুঁজে কিস্তি নৌকায়
কখনো বৈকালিক নৌ ভ্রমন!
সব আশা মাটি হতো
যদি না জুটতো উড়ন্ত চুম্বন!
টিপ টিপ বৃষ্টিতে অভিসারে
পায়ে পিঁড়ের কামড়ের জ্বালা!
আটচালার কোনে তাঁর সনে
নয়নে নয়নে কথা চালা!
ওরে বাপ রে, কে এলো রে;
দে ঝাপ পুকুরের জলে!
বৃষ্টির ঝাপসা বাঁচিয়ে দিয়েছে
মান সম্মান রক্ষা পেলে!
পুকুর পাড়ের আম গাছের
আম পড়ে টুপুর টুপুর!
ডুবে ডুবে আম কুড়ানো
কৈশোরের স্মৃতি মধুর!
আম কুড়ানোর নিছক ছলে
জলের তলে সজনীর ছোঁয়া!
এক ডুবেতে নূপুর পরানো
নয়তো ছেলের হাতের মোয়া!
ঘরের পাট চুরির টাকায়
গড়া সেই রূপার নূপুর!
শাড়ী তুলে নূপুর দেখিয়ে
আশেপাশে করতো ঘুর-ঘুর!
রূপার নূপুর সোনার পায়ে
চলতো ফিরতো ছন্দ তুলে!
লাল ফিতায় সর্প বেণী
হাওয়ায় উড়তো পেখম মেলে!
কবিতাঃ রূপার নূপুর
কাব্যগ্রন্থঃ সজনী
এ কে সরকার শাওন
শাওনাজ ভবন, উত্তরখান, ঢাকা।
৬ আগস্ট ২০২২
বিষয়: রূপার নূপুর এ কে সরকার শাওন কবিতা
আপনার মূল্যবান মতামত দিন: