৩০ জুলাই: ইতিহাসের এই দিনে

আজ ৩০ জুলাই ২০২২, শনিবার। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই সেখানে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। বছরের প্রতিটি দিনেই ঘটেছে নানা উল্লেখযোগ্য ঘটনা। অনেকের আজ জন্মবার্ষিকী আবার কেউ মৃত্যুবরণ করেছিলেন এই দিনেই। চলুন এক নজরে দেখে নেয়া যাক আজকের দিনের ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু বিষয়-
আরও পড়ুন: ২৯ জুলাই: ইতিহাসের এই দিনে
ঘটনাবলি:
৭৬২ - আব্বাসীয় খলিফা আল-মনসুর কর্তৃক বাগদাদ শহরের প্রতিষ্ঠা।
১৫০২ - ক্রিস্টোফার কলম্বাস তার ৪র্থ সমুদ্র যাত্রায় হন্ডুরাসের উপকূলবর্তী গুয়ানায়া দ্বীপে অবতরণ করেন।
আরও পড়ুন: ২৮ জুলাই: ইতিহাসের এই দিনে
১৬০২ - মুসলিম দেশ ইন্দোনেশিয়ায় হল্যান্ডের রাজনৈতিক প্রভাব ও উপনিবেশিক তৎপরতা শুরু হয়।
১৬২৯ - ইতালির নেপলস শহরে ভূমিকম্পে ১০ হাজার লোকের প্রাণহানি।
১৬৫৬ - পোলিশদের পরাজয়ের মধ্য দিয়ে ওয়ারশ যুদ্ধের অবসান হয়।
১৯১৪ - প্রথম বিশ্বযুদ্ধ শুরু।
আরও পড়ুন: ২৭ জুলাই: ইতিহাসের এই দিনে
১৯৩৫ - বিশ্বখ্যাত প্রকাশনা সংস্থা পেঙ্গুইনের বই প্রথম প্রকাশিত হয়।
১৯৪৮ - লিভারপুলে বিশ্বের প্রথম বন্দর রাডার কেন্দ্র স্থাপিত হয়।
১৯৬৯ - মার্কিন নভোখেয়া মেরিনার ৬-এর মাধ্যমে পরীক্ষামূলকভাবে মঙ্গল গ্রহ থেকে পৃথিবীতে ছবি পাঠানো হয়।
১৯৮০ - পূর্ব অষ্ট্রেলিয়ার দ্বীপ দেশ ভানুয়াটো স্বাধীনতা লাভ করে।
১৯৯৮ - জাপানে কাইজো ওবুচি নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হন।
আরও পড়ুন: ২৬ জুলাই: ইতিহাসের এই দিনে
জন্ম:
১৮৫৫ - জার্মান শিল্পপতি সিমেন্স কম্পানির প্রতিষ্ঠাতা জর্জ ভিলহেম ফন সিমেন্স।
১৮৬৩ - হেনরি ফোর্ড-এর জন্ম।
১৯৬৪ - ইয়ুর্গেন ক্লিন্সমান, প্রখ্যাত জার্মান ফুটবলার।
১৮৭৪ - বিলি মেরেডিথ, ব্রিটিশ ফুটবলার।
১৮৮২ - বিপ্লবী সত্যেন বোস-এর জন্ম।
১৮৮৬ - এস মুথুলক্ষ্মী রেড্ডি-র জন্ম।
আরও পড়ুন: ২৫ জুলাই: ইতিহাসের এই দিনে
১৮৮৭ - কাজী মোতাহার হোসেন, বাংলাদেশী পরিসংখ্যানবিদ, বিজ্ঞানী, সাহিত্যিক ও শিক্ষাবিদ।
১৮৯৮ - বিশ্বখ্যাত ইংরেজ ভাস্কর হেনরি মুরের জন্ম।
১৯৫৫ - বাগের হাটে বাংলাদেশের চলচিত্র অভিনেত্রী ববিতা।
১৯৯৬ - সাবরিনা পড়শী, বাংলাদেশী সঙ্গীতশিল্পী।
আরও পড়ুন: ২৪ জুলাই: ইতিহাসের এই দিনে
মৃত্যু:
১৭৭১ - ইংরেজ কবি টমাস গ্রে।
১৯৮০ - বাঙালি চারুশিল্পী গোপাল ঘোষ।
১৯৮৭ - বিভূতিভূষণ মুখোপাধ্যায়, একজন ভারতীয় বাঙালী ঔপন্যাসিক ও ছোট গল্পকার।
১৮৯৮ - জার্মান রাষ্ট্রনায়ক অটোফন বিসমার্কের মৃত্যু।
২০০৭ - ইংমার বার্গম্যান, সুইডিশ মঞ্চ ও চলচ্চিত্র নির্দেশক।
আরও পড়ুন: ২৩ জুলাই: ইতিহাসের এই দিনে
দিবস:
ভানুয়াটো প্রজাতন্ত্রের স্বাধীনতা দিবস।
আরপি/ এমএএইচ-০৬
বিষয়: ইতিহাসের এই দিনে মুক্তিযুদ্ধের ইতিহাস ইতিহাসের পাতা থেকে ইতিহাসের ইতিহাসে পৃথিবীর ইতিহাস ইতিহাস
আপনার মূল্যবান মতামত দিন: