কবি অনীক মাহমুদের ৬২তম জন্মদিন পালিত
রাবি প্রতিনিধি:রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বাংলা বিভাগের অধ্যাপক ও কবি অনীক মাহমুদের ৬২তম জন্মদিন পালিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় রাজশাহীর উপকণ্ঠ বিহাসে অবস্থিত নিজ বাসায় জন্মদিনের কেক কাটেন কবি অনীক মাহমুদ। বিশ্ববিদ্যালয়ের কাহ্নপা সাহিত্যচক্র কবি অনীক মাহমুদের জন্মদিন পালনের উৎসবটির আয়োজন করে।
কবি অনীক মাহমুদ সত্তর দশকের শতাধিক গ্রন্থের লেখক। জন্মদিন অনুষ্ঠানে তাঁকে শুভেচ্ছা জানান ভারতের ইমেরিটাস অধ্যাপক ও গবেষক বরুণ কুমার চক্রবর্তীসহ দেশের স্বনামধন্য লেখক, কবি, গবেষক ও অনীক মাহদুদের শিক্ষার্থীসহ শুভানুধ্যায়ীরা। জন্মদিনের এই অনুষ্ঠানটি পরিচালনা করেন কাহ্নপা সাহিত্যচক্র।
আরপি/ এএস
বিষয়: কবি অনীক মাহমুদ জন্মদিন রাবি
আপনার মূল্যবান মতামত দিন: