রাজশাহী শুক্রবার, ২৬শে এপ্রিল ২০২৪, ১৪ই বৈশাখ ১৪৩১


১ জুন: ইতিহাসের এই দিনে


প্রকাশিত:
২ জুন ২০২২ ০৩:৩৬

আপডেট:
২৬ এপ্রিল ২০২৪ ১৮:৪৮

প্রতীকী ছবি

আজ ১ জুন ২০২২ (বুধবার)। নানা উল্লেখযোগ্য ঘটনার দিক থেকে ইতিহাসে এই দিনটিও গুরুত্বপূর্ণ ও স্মরণীয়। আসুন একনজরে জেনে নেওয়া যাক, ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনদের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

উল্লেখযোগ্য ঘটনা
১৫৩৩ - অ্যান বোলেইন ইংল্যান্ডের রানির মুকুট গ্রহণ করেন।
১৮৭৪ - ইস্ট ইণ্ডিয়া কোম্পানি আজকের দিনে বিলুপ্ত হয়।
১৯৭২ - বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় চিলি।
১৯৮০ - সিএনএন স্যাটালাইট টেলিভিশনের সম্প্রচার শুরু।
১৯৮১ - বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা।
১৯৯০ - জর্জ ডব্লিউ বুশ ও মিখাইল গর্বাচভ রাসায়নিক অস্ত্রবিরতি চুক্তিতে স্বাক্ষর করেন।
২০০১ - নেপালের যুবরাজ দীপেন্দ্রর ব্রাশ ফায়ারে রাজা-রানী সপরিবারে নিহত।
২০০৯ - এয়ার ফ্রান্স ফ্লাইট ৪৪৭ ব্রাজিলের কাছে আটলান্টিক সাগরে আছড়ে পরে, ২২৮জন যাত্রী এবং কর্মচারীর সকলে নিহত হন।

জন্ম
১৮৪২ -সত্যেন্দ্রনাথ ঠাকুর ,বাঙালি লেখক, সংগীতস্রষ্টা ও ভাষাবিদ ও ইন্ডিয়ান সিভিল সার্ভিসে যোগদানকারী প্রথম ভারতীয়
১৮৯০ - ফ্রাঙ্ক মরগান, মার্কিন অভিনেতা।
১৮৯২ - আমানউল্লাহ খান, তিনি ছিলেন আফগানিস্তানের শাসক।
১৯০৬ - কবি ছান্দসিক আবদুল কাদির।
১৯১৭ - উইলিয়াম নোল্‌স, মার্কিন রসায়নবিদ।
১৯২৬ - মেরিলিন মনরো মার্কিন চলচ্চিত্র অভিনেত্রী ও পপ আইকন।
১৯৩০ - ম্যাট পুর, নিউজিল্যান্ডের ক্রিকেটার।
১৯৩০ - মোহাম্মদ আবদুল মমিন, বাংলাদেশি মুক্তিযোদ্ধা, বীরপ্রতীক খেতাবপ্রাপ্ত।
১৯৩৪ - মোহিত চট্টোপাধ্যায় ভারতীয় কবি, নাট্যকার ও চিত্রনাট্যকার।
১৯৩৪ - এ. টি. এম. আফজাল, বাংলাদেশের অষ্টম প্রধান বিচারপতি।
১৯৩৫ - মোহাম্মদ ইব্রাহিম, বাংলাদেশি মুক্তিযোদ্ধা, বীর বিক্রম খেতাবপ্রাপ্ত।
১৯৩৫ - বিমলকৃষ্ণ মতিলাল, বাঙালি দার্শনিক অধ্যাপক।
১৯৩৭ - মরগান ফ্রিম্যান, মার্কিন অভিনেতা, চলচ্চিত্র পরিচালক এবং নির্দেশক।
১৯৪১ - মো. রুহুল আমিন, বাংলাদেশের ১৫তম প্রধান বিচারপতি।
১৯৪৭ - জনাথন প্রাইস, ওয়েলসীয় অভিনেতা ও গায়ক।
১৯৫০ - অনুপম হায়াত, বাংলাদেশি লেখক এবং চলচ্চিত্র সমালোচক।
১৯৬৩ - কুমার বিশ্বজিৎ বাংলাদেশি একজন সংগীতশিল্পী।
১৯৬৩ - উম্মে কুলসুম স্মৃতি, বাংলাদেশি রাজনীতিবিদ ও সংরক্ষিত নারী আসন-৪ এর সংসদ সদস্য।
১৯৬৫ - নাইজেল শর্ট, ইংরেজ দাবা খেলোয়াড়।
১৯৬৮ - সেলিনা বেগম, বাংলাদেশি রাজনীতিবিদ ও সংরক্ষিত নারী আসন-৬ এর সংসদ সদস্য।
১৯৭০ - মাহফুজুর রহমান, বাংলাদেশি রাজনীতিবিদ ও চট্টগ্রাম-৩ আসনের সংসদ সদস্য।
১৯৭৩ - শফিউদ্দিন আহমেদ, বাংলাদেশি সাবেক ক্রিকেটার।
১৯৭৬ - শাহরিয়ার হোসেন, বাংলাদেশি সাবেক ক্রিকেটার।
১৯৮৩ - সালমা খাতুন, বাংলাদেশের প্রথম নারী ট্রেনচালক।
১৯৮৪ - ঈশানী কৌশল্যা, শ্রীলঙ্কান প্রমিলা ক্রিকেটার।
১৯৮৫ - দিনেশ কার্তিক, ভারতীয় আন্তর্জাতিক ক্রিকেটার।
১৯৯১ - রাজেশ্বরী গায়কোয়াড়, ভারতীয় আন্তর্জাতিক প্রমিলা ক্রিকেটার।

মৃত্যু
১৯৩ - ডিডিয়াস জুলিয়াস, রোমান সম্রাট।
১৮৪২ - শিক্ষাবিদ ডেভিড হেয়ার।
১৮৬৮ - জেমস বিউকানান, মার্কিন যুক্তরাষ্ট্রের পঞ্চদশ রাষ্ট্রপতি।
১৯৪৩ - লেসলি হাওয়ার্ড, ইংরেজ অভিনেতা, পরিচালক ও প্রযোজক।
১৯৬২ - প্রগতিবাদী লেখক ও প্রতিষ্ঠাবান কবিরাজ রমেশচন্দ্র সেন।
১৯৬৮ - হেলেন কেলার, মার্কিন লেখিকা ও রাজনৈতিক কর্মী।
১৯৬৯ - তফাজ্জল হোসেন মানিক মিয়া, দৈনিক ইত্তেফাক পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক।
১৯৭৮ - উর্দু লেখক চলচ্চিত্রকার খাজা আহমদ আব্বাস।
১৯৯৬ - নীলম সঞ্জীব রেড্ডি, ভারতের ষষ্ঠ রাষ্ট্রপতি।
১৯৯৮ - সাতারু ব্রজেন দাস।
২০০১ - অ্যালেক্স জেমস, স্কটল্যান্ডীয় ফুটবল খেলোয়াড়।
২০০১ - বীরেন্দ্র বীর বিক্রম শাহ দেব, নেপালের রাজা।
২০০২ - হানসি ক্রনিয়ে, দক্ষিণ আফ্রিকার ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।
২০০৮ - লিন ফুলস্টন, অস্ট্রেলীয় প্রমিলা আন্তর্জাতিক ক্রিকেটার।
২০২০ - বলিউডের সংগীত পরিচালক ওয়াজিদ খান।

ছুটি ও অন্যান্য
শিশু দিবস (আন্তর্জাতিক)।
বিশ্ব দুগ্ধ দিবস (২০০১ সাল থেকে)।
বিজয় দিবস (তিউনিশিয়া)।

 

 

আরপি/এসআর-০২



আপনার মূল্যবান মতামত দিন:

Top