রাজশাহী মঙ্গলবার, ২৩শে এপ্রিল ২০২৪, ১১ই বৈশাখ ১৪৩১


১৬ মার্চ: ইতিহাসের এই দিনে


প্রকাশিত:
১৭ মার্চ ২০২২ ০২:১৪

আপডেট:
২৩ এপ্রিল ২০২৪ ২৩:১০

প্রতীকী ছবি

আজ ১৬ মার্চ, বুধবার, ০২ চৈত্র ১৪২৮ বঙ্গাব্দ। আজকের দিনটি সময়ের হিসাবে অতি অল্প সময়। আবার একটি ঘটনার জন্য যথেষ্ট সময়। ইতিহাস ঘেঁটে দেখা যায় বছরের প্রতিটি দিনেই ঘটেছে নানা উল্লেখযোগ্য ঘটনা। অনেকের আজ জন্মবার্ষিকী আবার কেউ মৃত্যুবরণ করেছিলেন এই দিনেই। চলুন এক নজরে দেখে নেয়া যাক আজকের দিনের ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু বিষয়-

ঘটনাবলি:
খ্রিস্টপূর্ব ৫৯৭- ব্যাবিলনিয়ানরা জেরুসালেম লুণ্ঠন করে ও রাজা হিসেবে জ্যাকোনায়া কে বাদ দিয়ে জ্যাডেকিয়া কে সিংহাসন দেওয়া হয়।
১১৯০- ইয়র্ক এর ক্লিফোর্ডস টাওয়ারে ইহুদীদের গণহত্যা।
১৯৮৯- মিশরের গিজার মহা পিরামিড এর পাশে ৪,৪০০ বছর পুরোনো একটি মমি পাওয়া যায়।
২০০৫- ইসরাইল আনুষ্ঠানিকভাবে জেরিকো নিয়ন্ত্রণ ফিলিস্তিনিদের উপর ছেড়ে দেয়।

জন্ম:
১৮৩৯- ফরাসি সাহিত্যিক সুলি প্রুদোম।
১৮৮০- বাঙালি সাহিত্যিক, অনুবাদক, রসায়নবিদ ও অভিধান প্রণেতা রাজশেখর বসু।
১৮৯২- পেরুর কবি, লেখক, নাট্যকার ও সাংবাদিক সেসার ভাইয়েহো।
১৯৫০- বাঙালি গায়ক কবীর সুমন।

মৃত্যু:
১৯৭১- বাঙালি মঞ্চাভিনেতা অমলকৃষ্ণ সোম।
২০০৭- বাংলাদেশি ক্রিকেটার মানজারুল ইসলাম রানা।
২০১১- বাংলাদেশি রাজনীতিবিদ খোন্দকার দেলোয়ার হোসেন।
২০১৩- বাংলাদেশি পদার্থবিজ্ঞানী ও গণিতবিদ জামাল নজরুল ইসলাম। ১৯৩৯ সালের ২৪শে ফেব্রুয়ারি ঝিনাইদহ শহরে জন্মগ্রহণ করেন। তিনি মহাবিশ্বের উদ্ভব ও পরিণতি বিষয়ে মৌলিক গবেষণার জন্য বিশেষভাবে খ্যাত। ১৯৮৩ সালে কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস কর্তৃক প্রকাশিত “দি আল্টিমেট ফেইট অফ দি ইউনিভার্স” তার একটি সুবিখ্যাত গবেষণা গ্রন্থ। বাংলাদেশ সরকার ২০০১ সালে একুশে পদকে ভূষিত করে। পদার্থবিজ্ঞানে বিশেষ অবদান রাখার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় ২০১১ সালে তকে “রাজ্জাক-শামসুন আজীবন সম্মাননা পদক” প্রদান করে।
২০২১- বাংলাদেশের সাবেক উপরাষ্ট্রপতি, অষ্টম প্রধানমন্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও জাতীয় পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা মওদুদ আহমেদ।

 

 

 

আরপি/এসআর-১৩



আপনার মূল্যবান মতামত দিন:

Top