রাজশাহী শুক্রবার, ২৬শে এপ্রিল ২০২৪, ১৪ই বৈশাখ ১৪৩১


৮ মার্চ: ইতিহাসের এই দিনে


প্রকাশিত:
৮ মার্চ ২০২২ ২০:১৫

আপডেট:
২৬ এপ্রিল ২০২৪ ০৬:০৩

প্রতীকী ছবি

আজ মঙ্গলবার, ৮ মার্চ ২০২২। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনদের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি:
১০১০ - কবি ফেরদৌসী তার বিখ্যাত গ্রন্থ শাহনামা সমাপ্ত করেন।
১০৮০ - পোপ গ্রেগরি জার্মানির রাজা চতুর্থ হেনরিকে দ্বিতীয়বারের মতো ক্ষমতাচ্যুত করেন।
১৭২২ - গুলনাবাদ যুদ্ধে ইরানের সম্রাট সাফাভিদ পরাজিত হন একজন আফগান সেনার দ্বারা।
১৮১৭ - নিউইয়র্কের শেয়ার মার্কেটের প্রতিষ্ঠা।
১৮৩৬ - কলকাতায় পাবলিক লাইব্রেরির উদ্বোধন হয়।
১৮৬৫ - নর্থ সি ও আমস্টারডামের ভেতর সংযোগকারী খালের নির্মাণ কাজ শুরু।
১৮৭৬ - আলেকজান্ডার গ্রাহোমবেল তার প্রথম টেলিফোনের পেটেন্ট গ্রহণ করেন।
১৮৯৪ - নিউইয়র্ক শহরে সর্বপ্রথম কুকুরের লাইসেন্স প্রদান।
১৯১১ - এই দিনটি আন্তর্জাতিক নারী দিবস হিসেবে স্থান পায়।
১৯১৭ - জ্যাজ রেকর্ড প্রথম বাজারে বিক্রি শুরু হয়।
১৯১৭ - পেট্রো গ্রাদে রুশ বিপ্লব শুরু।
১৯৩০ - মহাত্মা গান্ধীর নেতৃত্বে অসহযোগ আন্দোলন শুরু হয়।
১৯৪২ - ঢাকায় ফ্যাসিবিরোধী আন্দোলনে ছোট গল্পকার সোমেন চন্দ মিছিলে নিহত হন।
১৯৪৯ - ফ্রেন্স ইউনিয়নের অভ্যন্তরে ভিয়েতনামের স্বাধীনতা লাভ।
১৯৫০ - সোভিয়েত ইউনিয়ন পারমাণবিক বোমার অধিকারত্ব দাবি করে।
১৯৫৪ - পূর্ববঙ্গ পরিষদের নির্বাচন, ক্ষমতাসীন মুসলিম লীগকে পরাজিত করে যুক্তফ্রন্টের ঐতিহাসিক বিজয়, ২৩৭টি মুসলিম আসনের মধ্যে যুক্তফ্রন্ট ২২৭টি ও মুসলিম লীগ ৯টি আসন পায়।
১৯৫৭ - ঘানা জাতিসংঘে যোগদান করে।

জন্ম:
১৭১৪ - জার্মান সঙ্গীতস্রষ্টা কার্ল ফিলিপ এমানুয়েল বাখের জন্ম।
১৮৮৩ - পদার্থ বিজ্ঞানী অটোহানের জন্ম।

মৃত্যু:
১৭০২ - ইংল্যান্ডের রাজা তৃতীয় উইলিয়ামের মৃত্যু।
১৮৭৪ - মার্কিন যুক্তরাষ্ট্রের ত্রয়োদশ রাষ্ট্রপতি মিলার্ড ফিলমোরের মৃত্যু।
১৯৩০ - মার্কিন যুক্তরাষ্ট্রের ২৭তম রাষ্ট্রপতি ও ১০ম প্রধান বিচারপতি উইলিয়াম হাওয়ার্ড ট্যাফটের মৃত্যু ।
২০০৪ - প্যালেস্টাইন লিবারেশন ফ্রন্টের প্রতিষ্ঠাতা আবু আব্বাসের মৃত্যু।

 

 

 

আরপি/এসআর-০৩



আপনার মূল্যবান মতামত দিন:

Top