রাজশাহী শুক্রবার, ১৯শে এপ্রিল ২০২৪, ৭ই বৈশাখ ১৪৩১


২ মার্চ: ইতিহাসের এই দিনে


প্রকাশিত:
৩ মার্চ ২০২২ ০৩:১৭

আপডেট:
১৯ এপ্রিল ২০২৪ ১২:০৯

প্রতীকী ছবি

বিশ্বে প্রতিটি দিনই ঘটে অসংখ্য ঘটনা। ঘটে যাওয়া এসব ঘটনা নানা প্রয়োজনে মানুষ জানতে চায়। আজ ২ মার্চ ২০২২, ১৭ ফাল্গুন ১৪২৮, ২৮ রজব ১৪৪৩, বুধবার। একনজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি:
০৬৮০ - মহনবী (সা.) এর প্রিয় দৌহিত্র ইমাম হোসেন (রা.)-এর শাহাদতের পর তার সন্তান-সন্ততিসহ অন্যদের বন্দি অবস্থায় কুফায় প্রেরণ করা হয়।
১৪৯৮ - ভাস্কো দা গামা মোজাম্বিক দ্বীপপুঞ্জ পরিভ্রমণ করেন।
১৮৯৬ - ফরাসি পদার্থ বিজ্ঞানী অ্যান্টনি হেনরি বেকুইরেল প্রাকৃতিক তেজস্ক্রিয়তার বিষয়টি আবিষ্কার করেন।
১৯৪২ - দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপান ম্যানিলা দখল করে।
১৯৪৪ - নেপলসে ট্রেন দুর্ঘটায় ৫২১ জনের মৃত্যু।
১৯৭১ - ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনে ছাত্র সমাবেশে প্রথমবারের মতো স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন।
১৯৭২ - বাংলাদেশকে স্বীকৃতি দেয় গাম্বিয়া।
১৯৯৭ - পাকিস্তানে ২০ বছরেরও অধিক সময় পর রোববার সাপ্তাহিক ছুটি পালন শুরু।
১৯৯৯ - ঢাকায় ডি-৮ শীর্ষ সম্মেলন সমাপ্তি।


জন্ম:
১৮৯৮ - মোহাম্মদ বরকত উল্লাহ, সাহিত্যিক।
১৯১৯ - জেনিফার জোনস, মার্কিন অভিনেত্রী।
১৯২৩ - রিচার্ড উইলিয়াম টিম, রামোন ম্যাগসেসে পুরস্কার বিজয়ী জীববিজ্ঞানী ও শিক্ষাবিদ। (মৃ. ২০২০)

মৃত্যু:
৬৫৪ - আবুজর গিফারী, মহানবী (সা.) এর বিশিষ্ট সাহাবি।
১৯৮৩ - বাঙালি সাহিত্যিক গিরিবালা দেবী প্রয়াত হন।(জ.১৮৯১)

 

 

 

আরপি/এসআর-০২



আপনার মূল্যবান মতামত দিন:

Top