রাজশাহী বৃহঃস্পতিবার, ২৫শে এপ্রিল ২০২৪, ১৩ই বৈশাখ ১৪৩১


১৮ জানুয়ারি : ইতিহাসের এই দিনে


প্রকাশিত:
১৮ জানুয়ারী ২০২২ ২২:৩৭

আপডেট:
২৫ এপ্রিল ২০২৪ ১৫:২১

প্রতীকী ছবি

আজ ১৮ জানুয়ারি ২০২২, মঙ্গলবার, ০৪ মাঘ ১৪২৮ বঙ্গাব্দ। আজকের দিনটি সময়ের হিসাবে অতি অল্প সময়। আবার একটি ঘটনার জন্য যথেষ্ট সময়। ইতিহাস ঘেঁটে দেখা যায় বছরের প্রতিটি দিনেই ঘটেছে নানা উল্লেখযোগ্য ঘটনা। অনেকের আজ জন্মবার্ষিকী আবার কেউ মৃত্যুবরণ করেছিলেন এই দিনেই। চলুন এক নজরে দেখে নেয়া যাক আজকের দিনের ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু বিষয়-

ঘটনাবলি:
১৬৪২- প্রথম ইউরোপীয় হিসাবে আবেল তাসমান নিউজিল্যান্ডে পা রাখেন।
১৭৭৮- ইংরেজ অভিযাত্রী ক্যাপ্টেন জেমস কুক হাওয়াই দ্বীপ আবিষ্কার করেছিলেন।
১৮৬২- বঙ্গীয় আইন পরিষদ গঠিত হয়।
১৯৩৮- সুভাষচন্দ্র বসু ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি হন।
১৯৯৭- কারো সাহায্য ছাড়াই প্রথম ব্যক্তি হিসেবে অ্যান্টার্কটিকা পাড়ি দেন নরওয়ের বোর্জ অসল্যান্ড।

জন্ম:
১৮৫৪- টমাস অগাস্টাস ওয়াটসন। তিনি আলেকজান্ডার গ্রাহাম বেলের সহকারী ছিলেন এবং টেলিফোন আবিষ্কারের অন্যতম প্রবর্তক হিসেবে স্বীকৃত। তিনি অতি পরিচিত কারণ তার নাম টেলিফোনের প্রথম শব্দ হিসেবে উচ্চারিত হয়। গ্রাহাম বেলের গবেষণাগারের নোট বই অনুসারে, গ্রাহাম বেল তার নতুন আবিষ্কার দিয়ে প্রথম শব্দ বলেছিলেন, ‘মিস্টার ওয়াটসন, এদিকে আসুন - আপনাকে আমি দেখতে চাই’।
১৯১৭- বাংলাদেশি কবি এবং গীতিকার আজিজুর রহমান।
১৯৩৫- বাংলাদেশি নাট্যকার ও অভিনেতা মমতাজউদ্দীন আহমেদ।
১৯৪৫- একুশে পদক বিজয়ী বাংলাদেশি সাংবাদিক মোনাজাত উদ্দিন।
১৯৫৪- মূকাভিনয় শিল্পী পার্থ প্রতীম মজুমদার।

মৃত্যু:
১৯৩৬- নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ লেখক ও কবি রুডইয়ার্ড কিপলিং।
১৯৪৭- ভারতীয় সংগীত শিল্পী ও অভিনেতা কুন্দনলাল সায়গল।
১৯৮৩- ভারতের স্বাধীনতা সংগ্রামের এক বিপ্লবী ও জননেত্রী মীরা দত্তগুপ্ত।
১৯৯২- রবীন্দ্র পুরস্কার প্রাপ্ত ভ্রমণকাহিনি লেখক সুবোধকুমার চক্রবর্তী। ১৯১৯ খ্রিস্টাব্দের ২৫ শে মার্চ বৃটিশ ভারতের অধুনা পশ্চিমবঙ্গের কোচবিহারের কাটামারির এক জমিদার পরিবারে জন্ম তার। তিনি বাংলা ভ্রমণ সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কাহিনিকার।বিখ্যাত সৃষ্টি চব্বিশ পর্বের 'রম্যাণি বীক্ষ্য'এর জন্য তিনি রবীন্দ্র পুরস্কার লাভ করেন।

 

 

 

আরপি/এসআর-০৬



আপনার মূল্যবান মতামত দিন:

Top