রাজশাহী শুক্রবার, ১৯শে এপ্রিল ২০২৪, ৭ই বৈশাখ ১৪৩১


৩১ ডিসেম্বর: ইতিহাসের এই দিনে


প্রকাশিত:
৩১ ডিসেম্বর ২০২১ ২১:৫৭

আপডেট:
১৯ এপ্রিল ২০২৪ ২৩:৪৫

প্রতীকী ছবি

আজ ৩১ ডিসেম্বর ২০২১, শুক্রবার, ১৬ পৌষ ১৪২৮ বঙ্গাব্দ। আজকের দিনটি সময়ের হিসাবে অতি অল্প সময়। আবার একটি ঘটনার জন্য যথেষ্ট সময়। ইতিহাস ঘেঁটে দেখা যায় বছরের প্রতিটি দিনেই ঘটেছে নানা উল্লেখযোগ্য ঘটনা। অনেকের আজ জন্মবার্ষিকী আবার কেউ মৃত্যুবরণ করেছিলেন এই দিনেই। চলুন এক নজরে দেখে নেয়া যাক আজকের দিনের ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু বিষয়-

ঘটনাবলি:
১৮২৭- ইংরেজ ফার্মাসিস্ট জন ওয়াকার প্রথম দিয়াশলাই আবিষ্কার করেন।
১৮৩১- কৃষ্ণধন মিত্রের সম্পাদনায় শিশুপাঠ্য মাসিক পত্রিকা ‘জ্ঞানোদয়’ প্রকাশিত হয়।
১৯৪৮- কার্জন হলে পূর্ব-পাকিস্তান সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে জ্ঞানতাপস ড. মুহম্মদ শহীদুল্লাহ বাংলা ভাষার পক্ষে তথ্যপূর্ণ হৃদয়স্পর্শী ভাষণ প্রদান করেন।
১৯৫৯- একটি মার্কিন ক্ষেপণাস্ত্রে বসানো ক্যামেরা দিয়ে মহাশূণ্য থেকে প্রথম পৃথিবীর রঙ্গিন ছবি তোলা হয়েছিল।
১৯৮৩- ব্রুনাইর স্বাধীনতা ঘোষণা হয়।
২০০৯- এ দিনে সুপার মুন ও চন্দ্রগ্রহণ একই সঙ্গে ঘটেছিল।

জন্ম:
১৮৬৯- ফরাসি চিত্রশিল্পী অঁরি মাতিস।
১৮৩০ - মিশরের শাসনকর্তা ইসমাইল পাশা।
১৮৮০- নোবেল পুরস্কার বিজয়ী মার্কিন রাজনীতিবিদ জর্জ মার্শাল।
১৮৮৮- বৌদ্ধ ধর্ম ও দর্শন শাস্ত্রের গবেষক বেণীমাধব বড়ুয়া।
১৯৪৮- বাংলাদেশি কবি ও লেখক, বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী। ফরিদপুর জেলায় জন্ম এই কবির। বাংলা ভাষা ও সাহিত্যে অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সরকার কর্তৃক তিনি ২০১৬ সালে একুশে পদকে ভূষিত হয়েছিলেন। ২০১৮ সালের ২০ ডিসেম্বর থেকে মৃত্যু অবধি বাংলা একাডেমির মহাপরিচালক হিসেবে নিয়োজিত ছিলেন।
১৯৫২- বাংলাদেশি কবি ত্রিদিব দস্তিদার। চট্টগ্রামের পটিয়া থানার ধলঘাট গ্রামে জন্ম এই চির তরুণ, বর্ণিল, বােহেমিয়ান কবির।
১৯৩৭ - আব্রাহাম হেরশক্, নোবেল পুরস্কার বিজয়ী হাঙ্গেরীয় বংশোদ্ভূত ইসরায়েলি প্রাণরসায়নবিদ।
১৯৫২ - ত্রিদিব দস্তিদার, বাংলাদেশি কবি।
১৯৬৬ সালের ৬ দফা আন্দোলন, ৬৯’র গণঅভ্যুত্থানের ছাত্রনেতা হিসেবে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
১৯৭১ সালে সক্রিয়ভাবে অংশ নেন মুক্তিযুদ্ধে।

মৃত্যু:
১৬৯১- আধুনিক রসায়নের সহ-প্রতিষ্ঠাতা রবার্ট বয়েল।
১৯৪০ - চীনা সঙ্গীতজ্ঞ সিও ইয়ৌমেই।
১৯৮৩- বাংলাদেশের একজন প্রখ্যাত ভাষাসৈনিক ও প্রগতিশীল রাজনীতিবিদ মোহাম্মদ সুলতান।
১৯৯০- বাংলাদেশের একজন প্রখ্যাত বিপ্লবী বামপন্থী রাজনীতিবিদ ও কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা মণি সিংহ।
২০০৬- বাংলাদেশের একজন প্রখ্যাত কণ্ঠশিল্পী শেফালী ঘোষ।

ছুটি ও অন্যান্য
আন্তর্জাতিক সংহতি দিবস (আজারবাইজান)
নভি গড ইভ (রাশিয়া)
অমিসোকা (জাপান)
খাঞ্জা উৎসব এর ষষ্ঠ দিন (আমেরিকা)।
ব্যাংক হলিডে (বাংলাদেশ)

 

আরপি/এসআর



আপনার মূল্যবান মতামত দিন:

Top