রাজশাহী শনিবার, ২৭শে এপ্রিল ২০২৪, ১৪ই বৈশাখ ১৪৩১


২৫ ডিসেম্বর: ইতিহাসের এই দিনে


প্রকাশিত:
২৫ ডিসেম্বর ২০২১ ২৩:০৪

আপডেট:
২৭ এপ্রিল ২০২৪ ০৩:১৮

প্রতীকী ছবি

আজ ২৫ ডিসেম্বর ২০২১, শনিবার, ১০ পৌষ ১৪২৮ বঙ্গাব্দ। আজকের দিনটি সময়ের হিসাবে অতি অল্প সময়। আবার একটি ঘটনার জন্য যথেষ্ট সময়। ইতিহাস ঘেঁটে দেখা যায় বছরের প্রতিটি দিনেই ঘটেছে নানা উল্লেখযোগ্য ঘটনা। অনেকের আজ জন্মবার্ষিকী আবার কেউ মৃত্যুবরণ করেছিলেন এই দিনেই। চলুন এক নজরে দেখে নেয়া যাক আজকের দিনের ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু বিষয়-

ঘটনাবলি:
১০০০ - ইস্তফান হাঙ্গেরির রাজা হিসেবে অভিষিক্ত হন।
১০৬৬ - উইলিয়াম ইংল্যান্ডের রাজা হিসেবে অভিষিক্ত হন।
১৬৯১ - রাঁচির জগন্নাথ মন্দির নির্মিত হয়।
১৭৫৮ - হ্যালির ধূমকেতু প্রথম দেখা যায়।
১৭৭১ - দ্বিতীয় শাহ আলম মোগল সম্রাট হিসেবে দিল্লির সিংহাসনে বসেন।
১৮৪৮ - নিউ হ্যাভেন রেলপথ চালু হয়।
১৯২৫ - কাজী নজরুল ইসলামের সম্পাদনায় লাঙল পত্রিকা প্রথম প্রকাশিত হয়।
১৯২৬ - সম্রাট হিরোহিতো জাপানের সিংহাসনে আরোহন করেন।
১৯২৭ - ভিয়েতনাম ন্যাশনালিস্ট পার্টি গঠিত হয়।
১৯৪৫ - ভারতীয় কমিউনিস্ট পার্টির মুখপাত্র দৈনিক ‘স্বাধীনতা’ প্রথম প্রকাশিত হয়।
১৯৬৪ - ঢাকা থেকে প্রথম টেলিভিশন অনুষ্ঠান সম্প্রচার।
১৯৬৮ - ভারতের তামিলনাড়ুর বেনমনি গ্রামে ৪৪ জন ক্ষেতমজুরকে পুড়িয়ে মারা হয়।
১৯৭৪ - বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দান করেন ।
১৯৯১ - মস্কোর ক্রেমলিন শীর্ষে ৭৪ বছর ধরে উড্ডীয়মান কাস্তে-হাতুড়ি চিহ্নিত লাল পতাকা নামিয়ে ফেলা হয়। তার স্থলাভিষিক্ত হয় তিন রঙা রুশ পতাকা।
১৯৯১ - মিখাইল গর্বাচেভ সোভিয়েত ইউনিয়নের রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ করেন।
১৯৯৮ - রাশিয়ার প্রেসিডেন্ট বোরিস ইয়েলটসিন বিয়েলো রাশিয়ার প্রেসিডেন্ট লুকাশেনকোর সঙ্গে দুপক্ষের ইউনিয়নভুক্ত দেশ প্রতিষ্ঠার ঘোষণা স্বাক্ষর করেন।

জন্ম :
১৬৪২ - ইংরেজ পদার্থবিদ ও গণিতজ্ঞ স্যার আইজ্যাক নিউটন জন্মগ্রহণ করেন।
১৭২১ - ইংরেজ কবি উইলিয়াম কলিন্সের জন্ম।
১৮৬১ - ভারতীয় শিক্ষাবিদ ও মানবতাবাদী পণ্ডিত মদনমোহন মালব্যের জন্ম।
১৮৭৬ - পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্নাহ জন্মগ্রহণ করেন ।
১৯১৮ - মিসরের সাবেক প্রেসিডেন্ট আনোয়ার সাদাত জন্মগ্রহণ করেন।
১৯১৯ - বাংলাদেশের একজন সুপরিচিত লেখক এবং বিখ্যাত ঔপন্যাসিক আবু রুশদ জন্মগ্রহণ করেন।
১৯১৯ - ভারতের সংগীত পরিচালক নওশাদ আলী জন্মগ্রহণ করেন।
১৯২৩ - বাংলাদেশ তথা ভারতীয় উপমহাদেশের প্রথিতযশা স্থপতিদের মধ্যে অন্যতম ব্যক্তি মাজহারুল ইসলাম জন্মগ্রহণ করেন।
১৯২৭ - ভারতীয় সঙ্গীতজ্ঞ রাম নারায়ণ জন্মগ্রহণ করেন।
১৯৩৪ সালের এই দিনে বাংলাদেশের প্রখ্যাত সুরকার এবং সংগীত পরিচালক সত্য সাহা জন্মগ্রহণ করেন।
১৯৪৮ - কবি হুমায়ুন কবিরের জন্ম।

মৃত্যু :
১৯৭৭ - ইংরেজ রম্য অভিনেতা ও চলচ্চিত্র পরিচালক চার্লি চ্যাপলিন মৃত্যুবরণ করেন ।
১৯৮০ - চীনের বিখ্যাত ঐতিহাসিক কু চিয়েকাং পেইচিংয়ে মারা যান । মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর।
১৯৮৮ - চিত্রশিল্পী কাজী হাসান হাবিবের মৃত্যুবার্ষিকী।
১৯৮৯ - রোমানিয়ার ক্ষমতাচ্যুত রাষ্ট্রপতি নিকোলাই চসেস্কু সস্ত্রীক নিহত হন।

 

 

 

আরপি/এসআর-০৩



আপনার মূল্যবান মতামত দিন:

Top