রাজশাহী বৃহঃস্পতিবার, ২৫শে এপ্রিল ২০২৪, ১৩ই বৈশাখ ১৪৩১


২২ ডিসেম্বর: ইতিহাসের এই দিনে


প্রকাশিত:
২২ ডিসেম্বর ২০২১ ২২:০৩

আপডেট:
২৫ এপ্রিল ২০২৪ ১৫:২৭

প্রতীকী ছবি

আজ ২২ ডিসেম্বর ২০২১, বুধবার, ০৭ পৌষ ১৪২৮ বঙ্গাব্দ। আজকের দিনটি সময়ের হিসাবে অতি অল্প সময়। আবার একটি ঘটনার জন্য যথেষ্ট সময়। ইতিহাস ঘেঁটে দেখা যায় বছরের প্রতিটি দিনেই ঘটেছে নানা উল্লেখযোগ্য ঘটনা। অনেকের আজ জন্মবার্ষিকী আবার কেউ মৃত্যুবরণ করেছিলেন এই দিনেই। চলুন এক নজরে দেখে নেয়া যাক আজকের দিনের ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু বিষয়-

ঘটনাবলি:
১৬৯৩- ইতালির দক্ষিণে অবস্থিত সিসিলা দ্বীপে ভয়াবহ ভূমিকম্প হয়।
১৮৫১- ভারতে প্রথম মালবাহী ট্রেন চালু হয়।
১৯৭১- বাংলাদেশ গণপ্রজাতন্ত্র আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়।
১৯৭১- বাংলাদেশের মন্ত্রী পরিষদ মুজিবনগর থেকে ঢাকায় স্থানান্তরিত। প্রধানমন্ত্রী হন তাজউদ্দিন আহমদ।
১৯৭২- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক শহীদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন।
১৯৮৬- সিলেটের হরিপুরে তেল খনি আবিষ্কার।

জন্ম:
১১৭৮- জাপানের সম্রাট আনটুকু।
১৮৫৩- বাঙালি হিন্দু ধর্মগুরু রামকৃষ্ণ পরমহংসের পত্নী ও সাধনসঙ্গিনী সারদা দেবী।
১৮৮৭- প্রতিভাবান ভারতীয় গণিতবিদ শ্রীনিবাস রামানুজন।
১৯৮৩- মিস ইউনিভার্স ২০০৪ জেনিফার হকিংস।

মৃত্যু:
১৭৯৭- কলকাতার শোভাবাজার রাজ পরিবারের প্রতিষ্ঠাতা রাজা নবকৃষ্ণ দেব।
১৮৮০- ইংরেজ ঔপন্যাসিক,সাংবাদিক, অনুবাদক জর্জ ইলিয়ট।
১৯৫৮- ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের বিপ্লবী নেতা তারকনাথ দাস। ১৮৮৪ সালের ১৫ জুন চব্বিশ পরগনার মাঝিপাড়ায় জন্ম তার। তিনি একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বুদ্ধিজীবী। তারকনাথ দাসের প্রধান অবদান প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন হিন্দু-জার্মান ষড়যন্ত্রের প্রস্থাপনা।
১৯৯১- পূর্ব পাকিস্তানের গভর্নর মির্জা নূরুল হুদা। ১৯১৯ সালের ১ আগস্ট টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলার জাঙ্গালিয়া গ্রামের একটি কৃষক পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। তিনি পূর্ব পাকিস্তানের গভর্নর, বাংলাদেশের অর্থমন্ত্রী ও উপরাষ্ট্রপতি হিসেবে দায়িত্বপালন করেছেন।
১৯৯২- চট্টগ্রাম যুব বিদ্রোহের ফিল্ড মার্শাল গনেশ ঘোষ।

 

 

 

আরপি/এসআর



আপনার মূল্যবান মতামত দিন:

Top