রাজশাহী শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪, ১৬ই চৈত্র ১৪৩০


১৯ নভেম্বর: ইতিহাসের এই দিনে


প্রকাশিত:
১৯ নভেম্বর ২০২১ ২১:৫৬

আপডেট:
২৯ মার্চ ২০২৪ ০৬:৩৩

প্রতীকী ছবি

আজ ১৯ নভেম্বর ২০২১, শুক্রবার, ০৪ অগ্রহায়ণ ১৪২৮ বঙ্গাব্দ। আজকের দিনটি সময়ের হিসাবে অতি অল্প সময়। আবার একটি ঘটনার জন্য যথেষ্ট সময়। ইতিহাস ঘেঁটে দেখা যায় বছরের প্রতিটি দিনেই ঘটেছে নানা উল্লেখযোগ্য ঘটনা। অনেকের আজ জন্মবার্ষিকী আবার কেউ মৃত্যুবরণ করেছিলেন এই দিনেই। চলুন এক নজরে দেখে নেয়া যাক আজকের দিনের ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু বিষয়-

ঘটনাবলি:
১৮৬৩- মার্কিন প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন গেটিসবার্গে তার বিখ্যাত স্বাধীনতার ভাষণ দেন।
১৯৮২- দিল্লিতে নবম এশিয়ান গেমস শুরু।
১৯৯০- ওয়ারশ’ ও ন্যাটো জোটের সদস্যভুক্ত দেশগুলোর নেতারা প্যারিসে এক চুক্তি স্বাক্ষরের মাধ্যমে পূর্ব ও প্রাচ্যের দুই ব্লকের মধ্যকার শীতল যুদ্ধের অবসান ঘটান।
১৯৯৯- চীন প্রথমবারের মতো শেন ঝু স্পেসক্রাফট মহাকাশে প্রেরণ করে।

জন্ম:
১৮২৮- ঝাঁসির রানি ও ১৮৫৭ সালের ভারতীয় বিদ্রোহের পথিকৃৎ লক্ষ্মী বাঈ।
১৮৭৭- বাঙালি কবি করুণানিধান বন্দ্যোপাধ্যায়।
১৮৭৭- ভারতের স্বাধীনতা সংগ্রামী যতীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় বা নিরালম্ব স্বামী।
১৯১৩- বাঙালি অভিনেতা এবং গায়ক অসিতবরণ মুখোপাধ্যায়।
১৯১৭- ভারতীয় রাজনীতিবিদ ও ভারতের প্রথম নারী ও তৃতীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী।
১৯১৮- ভারতের একজন প্রখ্যাত মার্কসবাদী দার্শনিক দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়।
১৯২৫- বাঙালি গীতিকার সুরকার সলিল চৌধুরী।
১৯৫৩- বাংলাদেশি সংগীত শিল্পী সুবীর নন্দী। তিনি মূলত চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়ে খ্যাতি অর্জন করেন। চলচ্চিত্রের সংগীতে তার অবদানের জন্য বাংলাদেশ সরকার তাকে পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করেন। সংগীতে অবদানের জন্য বাংলাদেশ সরকার ২০১৯ সালে তাকে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদকে ভূষিত করে। ২০১৯ সালের ৭ মে তিনি মৃত্যুবরণ করেন।
১৯৭৫- ভারতীয় অভিনেত্রী সুস্মিতা সেন।

মৃত্যু:
১৮৩১- ব্রিটিশ বিরোধী বিপ্লবী নেতা তিতুমীর।
১৯৮৮- জাতীয় কেন্দ্রীয় শহীদ মিনারের রূপকার ও চিত্রশিল্পী হামিদুর রহমান।
২০০৭- সাংবাদিক, সংগীত শিল্পী, দলছুট ব্র্যান্ডের গায়ক সঞ্জীব চৌধুরী। তিনি একজন খ্যাতনামা সাংবাদিকও ছিলেন। বাংলাদেশের শীর্ষস্থানীয় সংবাদপত্র আজকের কাগজ, ভোরের কাগজ ও যায়যায়দিনে কাজ করেন। তিনি হুসেইন মোহাম্মদ এরশাদের স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে আন্দোলনের একজন কর্মী ছিলেন।

দিবস:
আন্তর্জাতিক পুরুষ দিবস।
বিশ্ব শৌচালয় দিবস।

 

 

 

আরপি/এসআর



আপনার মূল্যবান মতামত দিন:

Top