রাজশাহী মঙ্গলবার, ২৩শে এপ্রিল ২০২৪, ১১ই বৈশাখ ১৪৩১


১ নভেম্বর: ইতিহাসের এই দিনে


প্রকাশিত:
১ নভেম্বর ২০২১ ২০:০৭

আপডেট:
২৩ এপ্রিল ২০২৪ ২০:৫৩

প্রতীকী ছবি

আজ ০১ নভেম্বর ২০২১, সোমবার, ১৬ কার্তিক ১৪২৮ বঙ্গাব্দ। আজকের দিনটি সময়ের হিসাবে অতি অল্প সময়। আবার একটি ঘটনার জন্য যথেষ্ট সময়। ইতিহাস ঘেঁটে দেখা যায় বছরের প্রতিটি দিনেই ঘটেছে নানা উল্লেখযোগ্য ঘটনা। অনেকের আজ জন্মবার্ষিকী আবার কেউ মৃত্যুবরণ করেছিলেন এই দিনেই। চলুন এক নজরে দেখে নেয়া যাক আজকের দিনের ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু বিষয়-

ঘটনাবলি:
১৬০৪ - উইলিয়াম শেক্সপিয়ারের ওথেলো প্রথম বারের মতো লন্ডনের হোয়াইট প্যালেসে মঞ্চায়িত হয়।
১৮৯৭ - ইতালিয়ান ফুটবল দল জুভেন্টাস ফুটবল ক্লাব গঠিত হয়।
১৯০৩ - পানামার স্বাধীনতাকামী জনতার আন্দোলন সফল হয় এবং তারা স্বাধীনতা অর্জন করে।
১৯৫২ - যুক্তরাষ্ট্র সর্ব প্রথম হাইড্রোজেন বোমার পরীক্ষা চালায়। এই বোমাটি হিরোশিমাতে নিক্ষিপ্ত বোমার চেয়ে প্রায় ৫০০ গুণ বেশি শক্তিশালী।
১৯৫৪ - আহমদ বিন বালার নেতৃত্বে আলজেরিয়ায় স্বাধীনতাকামী যুদ্ধ শুরু হয়।
১৯৬৪ - পোস্ট অফিসের মাধ্যমে প্রথম মানি অর্ডার পদ্ধতি চালু হয়।
১৯৮১ - অ্যান্টিগুয়া ও বারমুডা স্বাধীন হয়।
১৯৯২ - বাংলাদেশে ইসলামী বিশ্ববিদ্যালয় (কুষ্টিয়া) মূল ক্যাম্পাস উদ্বোধন করা হয়।
২০০৭ - বাংলাদেশের বিচার বিভাগকে নির্বাহী বিভাগ থেকে আলাদা করা হয়।

জন্ম:
১৮৭৮ - কার্লোস সাভেদ্রা লামাস, আর্জেন্টাইন রাজনৈতিক নেতা, নোবেল শান্তি পুরস্কার বিজয়ী।
১৯৪৯ - মাইকেল ডি. গ্রিফিন, নাসার প্রধান প্রশাসক।
১৯৫০ - রবার্ট বি. লাফলিন, আমেরিকান পদার্থবিদ, নোবেল পুরস্কার পদার্থবিজ্ঞান বিজয়ী।
১৯৬৮ - আকরাম খান, সাবেক বাংলাদেশি ক্রিকেটার।
১৯৭৩ - ঐশ্বরিয়া রাই বচ্চন, ভারতীয় অভিনেত্রী।
১৯৭৪ - ভিভিএস লক্ষণ, ভারতীয় ক্রিকেটার।

মৃত্যু:
১৮৭৩ - দীনবন্ধু মিত্র, নাট্যকার।
১৯০৩ - থিওডর মমসেন, জার্মান লেখক, নোবেল সাহিত্য পুরস্কার বিজয়ী।
১৯৫০ - বাঙালি সাহিত্যিক বিভূতিভূষণ বন্দোপাধ্যায়।
১৯৯৩ - সেভেরো ওচোয়া, স্পেনীয় বায়োকেমিস্ট, নোবেল পুরস্কার (জন্ম ১৯০৫)।

দিবস:
আলজেরিয়া - জাতীয় দিবস।
এন্টিগুয়া ও বারমুডা - স্বাধীনতা দিবস (ব্রিটেন থেকে, ১৯৮১)।
আয়ারল্যান্ড - সামহাইন প্রচলিত শীতের প্রথম দিন।
বিশ্ব ভেগান দিবস।

 

আরপি/এসআর



আপনার মূল্যবান মতামত দিন:

Top