রাজশাহী শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪, ১৬ই চৈত্র ১৪৩০


২৫ অক্টোবর: ইতিহাসের এই দিনে


প্রকাশিত:
২৫ অক্টোবর ২০২১ ১৬:০৫

আপডেট:
২৯ মার্চ ২০২৪ ১০:৫৩

প্রতীকী ছবি

আজ ২৫ অক্টোবর। পৃথিবীর সৃষ্টি থেকেই ইতিহাসের এই দিনে জন্ম নেয় অনেক ঘটনার। এই দিনে জন্মেছেন অনেক জ্ঞানী, গুনীজন। অনেকেই চলে গেছেন এই দিনে। আবার উন্মোচিত হয়েছে জগতের নতুন নতুন দিগন্ত। তার কিছু জ্ঞাত ইতিহাস নিয়ে আমাদের আজকের আয়োজন। জেনে নেওয়া যাক আজকের দিনের বিশেষ কিছু ইতিহাস।

ঘটনাবলী
১১৫৪ – হেনরি-২ ইংল্যান্ডের রাজা হন।
১৭৬০ – জর্জ-৩ গ্রেট ব্রিটেনের রাজা হন।
১৮২৫ – ব্রাজিলের কাছ থেকে উরুগুয়ে স্বাধীনতা লাভ করে।
১৯১৭ – জারদের পতন ঘটিয়ে কমিউনিস্টরা রাশিয়ার ক্ষমতায় আরোহন করে।
১৯৩৬ – ইতালি জার্মানি চুক্তির মাধ্যমে রোম-বার্লিন অক্ষ শক্তি গড়ে ওঠে।
১৯৪৫ – চিয়াংকাইসেক তাইওয়ান দখল করে নেন।
১৯৪৬ – স্বাধীনতার প্রাক্কালে ব্রিটিশ ভারতে কংগ্রেস-লীগ অন্তর্র্বতীকালীন মন্ত্রিসভা গঠিত হয়।
১৯৫১ – স্বাধীন হওয়ার পর ভারতে প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল।
১৯৬২ – উগান্ডা জাতিসংঘে যোগদান করে।
১৯৬৪ – স্বাধীনতার প্রাক্কালে ভারতে কংগ্রেস-লীগ অন্তবর্তীকালীন মন্ত্রিসভা গঠন করে।
১৯৭১ – ইংল্যান্ডের কভোন্ট্র শহরের প্রবাসী বাঙালিদের ঐতিহাসিক সমাবেশ ও বাংলাদেশ অ্যাকশন কমিটি গঠন।
১৯৭৫ – ভারতীয় বিজ্ঞানীদের তৈরি প্রথম কৃত্রিম উপগ্রহ আর্যভট্ট মহাকাশে উত্তক্ষিপ্ত হয়।
১৯৮৩ – গ্রানাডায় মার্কিন মেরিনস বাহিনীর গ্রেনেড আক্রমণ।
১৯৮৩ – বৈরুতে সংঘটিত একটি ভয়ংকর বিস্ফোরণে ২১৬জন মার্কিন সৈন্যের মৃত্যু হয়।
১৯৮৬ – ভারতে এশিয়ার বৃহত্তম নৌঘাঁটি স্থাপন।
১৯৯৪ – ভারতের বাররী মসজিদের স্থলে মন্দির নির্মাণ করা যাবে না-মর্মে ভারতীয় সুপ্রিম কোর্টের রায়।
২০০৯ – বাগদাদে বোমা হামলায় ১৫৫ জন নিহত এবং ৭২১ জন আহত হয়।

জন্ম
১৮০৬ – ম্যাক্স ষ্টীমের, জার্মান দার্শনিক ও লেখক এর জন্ম।
১৮১১ – এভারিস্ত গালোয়া, ফরাসি গণিতবিদ এর জন্ম।
১৮৮১ – পাবলো পিকাসো, স্পেনীয় চিত্রশিল্পী, ভাস্কর, প্রিন্টমেকার, মৃৎশিল্পী, মঞ্চ নকশাকারী, কবি ও নাট্যকার এর জন্ম।
১৮৮২ – আমেরিকান সাংবাদিক ও লেখক জন টি ফ্লিন এর জন্ম।
১৮৮২ – আমেরিকান গায়ক, গীতিকার এবং পিয়ানোবাদক টনি জ্যাকসন এর জন্ম।
১৮৮৯ – আবেল গাঞ্চে, তিনি ছিলেন ফরাসি অভিনেতা, পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার এর জন্ম।
১৯০৬ – বাংলাদেশের জাতীয় অধ্যাপক দেওয়ান মোহাম্মদ আজরফ এর জন্ম ।
১৯২৪ – বিলি বারট্য, তিনি ছিলেন আমেরিকান অভিনেতা ও গায়ক এর জন্ম।
১৯৩৭ – উইলফ ম্যাকগিনেস, একজন ইংরেজ ফুটবল খেলোয়াড় ও ম্যানেজার।
১৯৪৭ – কবি মাহাবুব সাদিক এর জন্ম।
১৯৫৮ – ফিল ডানিএলস, তিনি ইংরেজ অভিনেতা এবং গায়ক এর জন্ম।
১৯৬৯ – ওলেগ আনাতোলিভিচ সালেঙ্কো, রাশিয়ান ফুটবলার এর জন্ম।
১৯৮৪ – আহমেদ বিন মুসা, তিনি বাংলাদেশ কম্পিউটার প্রকৌশলী এর জন্ম।
১৯৯৩ – আনিকা কবির শখ, বাংলাদেশ মডেল এর জন্ম।
১৯৯৩ – সাবিনা খাতুন (ফুটবলার) এর জন্ম।
১৯৯৪ – জ্যাক পেনি, তিনি ইংরেজ ফুটবলার এর জন্ম।

মৃত্যু
১৪০০ – ইংরেজ লেখক, কবি, দার্শনিক, আমলা, রাজউপদেষ্টা ও কূটনীতিক জিওফ্রে চসার এর মৃত্যু ।
১৪৫৯ – খান জাহান আলী, একজন মুসলিম ধর্ম প্রচারক এবং বাগেরহাটের স্থানীয় শাসক এর মৃত্যু।
১৮৩৩- আব্বাস মির্জা, তিনি ছিলেন ফার্সি রাজকুমার এর মৃত্যু ।
১৯০২- ফ্রাঙ্ক নরিস, আমেরিকান লেখক এর মৃত্যু ।
১৯৩৪ – ব্রজকিশোর চক্রবর্তী, বাঙালি, ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের শহীদ বিপ্লবী এর মৃত্যু ।
১৯৩৪ – রামকৃষ্ণ রায়, বাঙালি, ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের শহীদ বিপ্লবী এর মৃত্যু ।
১৯৭৫ – রবীন্দ্রযুগের বিশিষ্ট রবীন্দ্রানুসারী কবি, প্রাবন্ধিক ও পাঠ্যপুস্তক রচয়িতা কালিদাস রায় এর মৃত্যু ।
১৯৮৫- গ্যারি হল্টন, তিনি ছিলেন ইংরেজ গায়ক, গীতিকার ও অভিনেতা এর মৃত্যু ।
২০১১ – রশীদ তালুকদার, বাংলাদেশী প্রখ্যাত আলোকচিত্র শিল্পী এর মৃত্যু ।
২০১৩- মারচিয়া ওয়ালেস, তিনি ছিলেন আমেরিকান অভিনেত্রী এর মৃত্যু ।

 

 

আরপি/এসআর-০৩



আপনার মূল্যবান মতামত দিন:

Top