রাজশাহী বৃহঃস্পতিবার, ২৫শে এপ্রিল ২০২৪, ১৩ই বৈশাখ ১৪৩১


১৮ অক্টোবর: ইতিহাসের এই দিনে


প্রকাশিত:
১৮ অক্টোবর ২০২১ ১৫:০৮

আপডেট:
১৮ অক্টোবর ২০২১ ১৫:২২

প্রতীকী ছবি

আজ ১৮ অক্টোবর ২০২১, সোমবার। একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যু দিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।


ঘটনাবলি
১৫৬৫ - ফিলিপাইন আনুষ্ঠানিকভাবে স্পেনের উপনিবেশে পরিণত হয়।
১৭৪৮ - গ্রেট ব্রিটেন, স্পেন ও সার্ডিনিয়ার মধ্যে ‘আইলা শাপেল’-এর শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়।
১৮৬৭- অলাস্কা আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের অন্তর্ভুক্ত হয়।
১৯১২ - ইতালী ও তুরস্কের ওসমানীয় খেলাফতের মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়।
১৯১২ - বুলগেরিয়া, সার্বিয়া, গ্রীস ও মন্ট্রিনিগ্রো ওসমানিয় তুর্কী সেনাদের ওপর হামলা শুরু করার মাধ্যমে প্রথম বলকান যুদ্ধ শুরু করে।
১৯২২- জনপ্রিয় সংবাদমাধ্যম বিবিসির প্রতিষ্ঠা।
১৯৬৭- রুশ মহাকাশযান ভেনাস-৪ প্রথমবারের মতো শুক্র গ্রহে নিরাপদে অবতরণ করে।
১৯৭২ - বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্বশান্তি পরিষদের সর্বোচ্চ সম্মানসূচক পদক জুলিও কুরি লাভ করেন।
১৯৭৩ - মধ্যপ্রাচ্যে বাংলাদেশ থেকে প্রথমবারের মতো চা ও মেডিকেল টিম প্রেরণ করা হয়।

জন্ম
১৮৫৯ - বিশিষ্ট ফরাসি দার্শনিক অঁরি-লুই বর্গসাঁ (ফরাসি:ঐবহৎর-খড়ঁরং ইবৎমংড়হ) জন্মগ্রহণ করেন।
১৯১৮ - ভারতীয় চিত্রশিল্পী পরিতোষ সেন জন্মগ্রহণ করেন।
১৯৩৯- মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডির আততায়ী লি হার্ভি অসওয়াল্ড।
১৯২৫- বাঙালি মহিয়সী নারী এবং বিপ্লবী কৃষক নেত্রী ইলা মিত্র।
১৯৬৪ - বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেল ধানমন্ডির ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবনে জন্মগ্রহণ করেন ।
১৯৬৮- ভারতীয় ক্রিকেটার নরেন্দ্র হিরওয়ানি।
১৯৬৮- অস্ট্রেলিয়ান ক্রিকেটার স্টুয়ার্ট ল।

মৃত্যু
১৮৭১- ব্রিটিশ প্রকৌশলী, গণিতবিদ, আবিষ্কারক ও দার্শনিক চার্লস ব্যাবেজ।
১৬৭৮ - চিত্রশিল্পী ইয়াকপ ইয়োরদানস মৃত্যুবরণ করেন।
১৯১৪ - কবি আজিজুর রহমান মৃত্যুবরণ করেন।
১৯২৩ - কথাসাহিত্যিক মোহাম্মদ নজিবুর রহমান মৃত্যুবরণ করেন।
১৯৩১- মার্কিন উদ্ভাবক এবং ব্যবসায়ী টমাস আলভা এডিসন।
১৯৮০- রবীন্দ্রসংগীতশিল্পী দেবব্রত বিশ্বাস।
১৯৮৫ - দক্ষিণ আফ্রিকার বোথা সরকারের হাতে কৃষ্ণাঙ্গ কবি বেঞ্জামিন মালায়েস (২৮) এর ফাঁসি হয়।
২০১৮ - কিংবদন্তি ব্যান্ড শিল্পী আইয়ুব বাচ্চুর হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান।

 

 

আরপি/এসআর



আপনার মূল্যবান মতামত দিন:

Top