রাজশাহী বুধবার, ২৪শে এপ্রিল ২০২৪, ১২ই বৈশাখ ১৪৩১


৩০ আগস্ট: ইতিহাসের পাতা থেকে


প্রকাশিত:
৩০ আগস্ট ২০২১ ১৬:৪৬

আপডেট:
২৪ এপ্রিল ২০২৪ ২১:১৩

প্রতীকী ছবি

আজ সোমবার, ৩০ আগস্ট ২০২১। একনজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ কিছু বিষয়।

ঘটনাবলি:
১৫৭৪ - গুরু রাম দাস চতুর্থ শিখ গুরুর দায়িত্ব পান।
১৭২১ - লিস্টাভ-এর শান্তি চুক্তি সম্পাদিত।
১৭৯০ - জার্মানির বিজ্ঞানী নিকালা কন্টে পেন্সিল আবিষ্কার করেন।
১৮৩০ - বুলগেরিয়ার রাজপুত্র ওথো গ্রিসের রাজা নির্বাচিত হন।
১৮৩৫ - অস্ট্রেলিয়ার মেলবোর্নকে শহর হিসেবে ঘোষণা করা হয়।
১৮৫০ - হনুলুলু শহরের মর্যাদা পায়।
১৮৬০ - ব্রিটেনে প্রথম ট্রাম চালু হয়।
১৯০৭ - রাশিয়া ও ব্রিটিশ উপনিবেশবাদী সরকার এক চুক্তির মাধ্যমে ইরানকে তিন অংশে বিভক্ত করে।
১৯১৪ - প্রথম জার্মান বিমান প্যারিসে বোমাবর্ষণ করে।
১৯৩৩ - এয়ার ফ্রান্স গঠিত হয়।
১৯৪১ - জার্মান বাহিনী লেনিনগ্রাদ অবরোধ করে।
১৯৪৫ - হংকং ব্রিটিশ বাহিনীর সহায়তায় জাপানের কাছ থেকে স্বাধীনতা লাভ করে।
১৯৫৬ - সোভিয়েত ইউনিয়ন পারমাণবিক পরীক্ষা করে।
১৯৫৭ - যুক্তরাষ্ট্র পারমাণবিক পরীক্ষা করে।
১৯৭১ - দিল্লিতে বাংলাদেশ মিশনের উদ্বোধন।
১৯৯১ - আজারবাইজান প্রজাতন্ত্র সাবেক সোভিয়েত ইউনিয়ন থেকে আলাদা হয়ে স্বাধীনতা ঘোষণা করে।
১৯৯৭ - বসনিয়ায় মুসলিম ক্রোয়েট চুক্তি স্বাক্ষর।
১৯৯৯ - পূর্ব তিমুর ইন্দোনেশিয়া থেকে স্বাধীনতার পক্ষে ভোট দেয়।

জন্ম:
১৫৬৯ - মোগল সম্রাট জাহাঙ্গীর।
১৭৯৭ - ‘ফ্রাঙ্কেনস্টাইন’ গ্রন্থের লেখিকা ও কবি শেলির স্ত্রী মেরি ওলস্টোনক্র্যাফট শেলি।
১৮৪৪ - শিক্ষাবিদ, সাহিত্যিক ও সমাজসেবী চন্দ্রনাথ বসু।
১৮৭১ - নিউ জিল্যান্ড বংশোদ্ভূত ব্রিটিশ পদার্থবিদ, নোবেলজয়ী বিজ্ঞানী আর্নেস্ট রাদারফোর্ড।
১৯১৭ - ব্রিটিশ রাজনীতিক ডেনিস হিলি।
১৯৩০ - ওয়ারেন বাফেট।
১৯৭২ - চেক প্রাজন্ত্রের ফুটবলার ও সাবেক অধিনায়ক পাভেল নেদভেদ।
১৯৭২ - ক্যামেরন ডাইজ অভিনেত্রী ও ফ্যাশন মডেল।
১৯৮২ - এন্ডি রডিক আমেরিকান টেনিস তারকা।

মৃত্যু:
১৪৮৩ - ফ্রান্সের রাজা একাদশ লুই।
১৬৫৯ - আওরঙ্গজেবের ঘাতকের হাতে দারা শিকোহ।
১৮৭৭ - তরুণ দত্ত ভারতীয় কবি
১৯১১ - বহু ভাষাবিদ মনীষী ও প্রথম ভারতীয় আইসিএস হরিনাথ।
১৯২৮ - জার্মান পদার্থবিদ ভিলহেল্ম ভিন।
১৯৮১ - ইরানের রাষ্ট্রপতি মোহাম্মদ আল রাজাই ও প্রধানমন্ত্রী মোহম্মদ জাভেদ বাহোনার পিপলস মোজাহিদিন অব ইরানের বোমা হামলায় নিহত হন।
১৯৮১ - শিক্ষক, গবেষক ও ঐতিহাসিক ড. নীহার রঞ্জন রায়।
১৯৮৭ - ফিলিস্তিনের খ্যাতনামা কার্টুনিস্ট নাজিউল আলী লন্ডনে ইহুদিবাদী ইসরাইলের গুপ্তচর সংস্থা মোসাদের হাতে নিহত হন।
২০০১ - বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি আফম আহসান উদ্দিন চৌধুরী।
২০০৬ - নোবেলজয়ী মিসরীয় সাহিত্যিক নগিব মাহফুজ।

দিবস:
আন্তর্জাতিক ভিকটিমস অব এনফোর্সড ডিজঅ্যাপেয়ারেন্স দিবস।


আরপি/এসআর-০২



আপনার মূল্যবান মতামত দিন:

Top