রাজশাহী শুক্রবার, ১৯শে এপ্রিল ২০২৪, ৭ই বৈশাখ ১৪৩১


১৬ আগস্ট: ইতিহাসের এই দিনে


প্রকাশিত:
১৬ আগস্ট ২০২১ ২০:০৭

আপডেট:
১৯ এপ্রিল ২০২৪ ০৬:১১

প্রতীকী ছবি

আজ ১৬ আগস্ট ২০২১, সোমবার, ০১ ভাদ্র ১৪২৮ বঙ্গাব্দ। আজকের দিনটি সময়ের হিসাবে অতি অল্প সময়। আবার একটি ঘটনার জন্য যথেষ্ট সময়। ইতিহাস ঘেঁটে দেখা যায় বছরের প্রতিটি দিনেই ঘটেছে নানা উল্লেখযোগ্য ঘটনা। অনেকের আজ জন্মবার্ষিকী আবার কেউ মৃত্যুবরণ করেছিলেন এই দিনেই। চলুন এক নজরে দেখে নেয়া যাক আজকের দিনের ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু বিষয়-


ঘটনাবলি:
১৬৮৭- নকর্তাদের চুক্তি স্বাক্ষরিত হলে ইংরেজরা সূতানুটিতে অস্ত্রাগার ও পোতাশ্রয় নির্মাণের অনুমতি লাভ করে।
১৮২৫ - বলিভিয়ার প্রজাতন্ত্র ঘোষণা।
১৮৫৮ - ব্রিটেনের রানি ভিক্টোরিয়া মার্কিন প্রেসিডেন্ট জেমস বুচাননকে টেলিগ্রাফ পাঠান।
১৮৬৭ - কার্ল মার্কস ‘ক্যাপিটাল’ গ্রন্থের প্রথম খণ্ড লেখা শেষ করেন।
১৮৯৮ -এডউইন প্রেসকট রোলার কোস্টারের প্যাটেন্ট পান।
১৯৭২ - বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় উগান্ডা।
১৯৭৫ - সৌদি আরব, সুদান কর্তৃক বাংলাদেশকে স্বীকৃতি প্রদান।
১৯০৪ - নিউইয়র্কে গ্র্যান্ড সেন্ট্রাল স্টেশনের নির্মাণ কাজ শুরু হয়।

জন্ম:
১৮৯৫ - অস্ট্রিয়ান অভিনেত্রী লিয়ান হেইড।
১৯০৪ - ওয়েন্ডেল মেরেডিথ স্ট্যানলি, মার্কিন রসায়নবিদ এবং ভাইরাসবিদ। (মৃ. ১৯১৭)
১৯১৩ - মেনাখেম বেগিন, ইসরায়েলের বিশিষ্ট রাজনীতিবিদ ছিলেন। (মৃ. ১৯৯২)
১৯৫৪ - জেমস ক্যামেরন, একাডেমি পুরস্কার বিজয়ী কানাডীয় চলচ্চিত্র পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্য লেখক।
১৯৫৮ - ম্যাডোনা, আমেরিকান গায়ক-গীতিকার, প্রযোজক, অভিনেত্রী, এবং পরিচালক।
১৯৬০ - টিমোথি হাটন, আমেরিকান অভিনেতা, প্রযোজক ও পরিচালক।
১৯৬২ - স্টিভ কারেল, আমেরিকান অভিনেতা, পরিচালক, প্রযোজক এবং চিত্রনাট্যকার।
১৯৬২ - আইয়ুব বাচ্চু, বাংলাদেশী সঙ্গীত শিল্পী। (মৃ. ২০১৮)
১৯৬৬ - তারানা হালিম, বাংলাদেশী টেলিভিশন অভিনেত্রী, নাট্য পরিচালক, লেখক, আইনজীবী এবং সমাজকর্মী।
১৯৬৮ - অরবিন্দ কেজরীওয়াল, ভারতীয় রাজনীতিবিদ, সমাজকর্মী এবং ভারতীয় রাজস্ব সেবার সাবেক কর্মকর্তা, যিনি দিল্লির সপ্তম মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির প্রতিষ্ঠাতা।
১৯৭০ - সাইফ আলি খান, ভারতীয় অভিনেতা এবং প্রযোজক।

মৃত্যু:
১৯৭৭ - এলভিস প্রেসলি, কিংবদন্তিতুল্য মার্কিন রক্‌ সঙ্গীত শিল্পী। (জ.০৮/০১/১৯৩৫)
১৯৭৯ - জন জর্জ ডিফেনবাকার, কানাডার রাজনীতিবিদ এবং ১৩তম প্রধানমন্ত্রী। (জ. ১৮৯৫)
১৯৯৭ - সুলতান আহমদ নানুপুরী, বাংলাদেশি দেওবন্দি ইসলামি পণ্ডিত ও আধ্যাত্মিক ব্যক্তিত্ব। (জ.১৯১৪)
১৯৯৭ - নুসরাত ফাতেহ আলী খান, পাকিস্তানের কাওয়ালি সঙ্গীত শিল্পী। (জ. ১৯৪৮)
২০০২ - আবু নিদাল, ফিলিস্তিনি ফাতাহ: বিপ্লব পরিষদের প্রতিষ্ঠাতা ছিলেন। (জ. ১৯৩৭)
২০০৩ - ইদি আমিন, উগান্ডার প্রয়াত সামরিক স্বৈরশাসক। (জ. ১৯২৪)
২০১৬ - জোয়াও হ্যাভেলাঞ্জ, ব্রাজিলীয় ব্যবসায়ী ও ক্রীড়া কর্মকর্তা ছিলেন। (জ. ১৯১৬)
২০১৮ - ভারতরত্ন সম্মানে সম্মানিত অটল বিহারী বাজপেয়ী, ভারতের প্রাক্তন (দশম) প্রধানমন্ত্রী। (জ.২৫/১২/১৯২৪)
২০১৯ - পিটার ফন্ডা, মার্কিন অভিনেতা, পরিচালক ও চিত্রনাট্যকার। (জ. ১৯৪০)
২০২০- চেতন চৌহান ভারতের প্রথিতযশা সাবেক আন্তর্জাতিক ক্রিকেটার।(জ.২১/০৭/১৯৪৭)

 

আরপি/এসআর



আপনার মূল্যবান মতামত দিন:

Top