রাজশাহী বৃহঃস্পতিবার, ১৮ই এপ্রিল ২০২৪, ৬ই বৈশাখ ১৪৩১


১৫ আগস্ট: ইতিহাসের এই দিনে


প্রকাশিত:
১৫ আগস্ট ২০২১ ২০:১৩

আপডেট:
১৫ আগস্ট ২০২১ ২০:২১

ফাইল ছবি

আজ ১৫ আগস্ট ২০২১, রবিবার, ৩১ শ্রাবণ ১৪২৮ বঙ্গাব্দ। আজকের দিনটি সময়ের হিসাবে অতি অল্প সময়। আবার একটি ঘটনার জন্য যথেষ্ট সময়। ইতিহাস ঘেঁটে দেখা যায় বছরের প্রতিটি দিনেই ঘটেছে নানা উল্লেখযোগ্য ঘটনা। অনেকের আজ জন্মবার্ষিকী আবার কেউ মৃত্যুবরণ করেছিলেন এই দিনেই। চলুন এক নজরে দেখে নেয়া যাক আজকের দিনের ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু বিষয়-

ঘটনাবলি:
১৮৫৪ - বাংলায় প্রথম রেলপথ স্থাপন।
১৮৭৫ - ব্রিটিশবিরোধী রাজনৈতিক সংগঠন ইন্ডিয়ান লীগের জন্ম।
১৯৪৭ - ব্রিটিশ শাসন হতে মুক্তি পেয়ে ভারত স্বাধীন রাষ্ট্র হিসাবে জন্ম নেয়।
১৯৭৫ - বাংলাদেশের জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি সামরিক অভ্যুত্থানে তার পরিবারের অধিকাংশ সদস্যসহ নিহত হন।
১৯৭৫ - বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় সৌদি আরব।
২০০৬ - বাংলাদেশের কাছে পরপর দুইবার হোয়াইট ওয়াশ হয় কেনিয়া।
২০০৮ - ২০০৮ গ্রীষ্মকালীন অলিম্পিকে মহিলাদের ১০০০০ মিটার দৌড়ের ফাইনালে তিরুনেশ দিবাবা ২৯:৫৪.৬৬ সময়ে নতুন অলিম্পিক রেকর্ড স্থাপন করেন। একই দিনে মহিলাদের ১০০ মিটার ফ্রিস্টাইল সাঁতার প্রতিযোগিতা শেষ হবার সাথে সাথে মহিলাদের ৫০ মিটার ফ্রিস্টাইল সাঁতার প্রতিযোগিতা শুরু হয়।

জন্ম:
১৯০০ - সন্তোষ কুমার মিত্র, ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন বিপ্লবী শহীদ।(মৃ.১৬/০৯/১৯৩১)
১৯১২ - আমির খাঁ, ভারতীয় সঙ্গীতশিল্পী। (মৃ.১৩/০২/১৯৭৪)
১৯১২ - ওয়েন্ডি হিলার, ইংরেজ অভিনেত্রী, ডেম উপাধি প্রাপ্ত ও অস্কার বিজয়ী। (মৃ. ২০০৩)
১৯১৫ - সত্যেন্দ্রনাথ মৈত্র সারা ভারতে আধুনিক রীতিতে সাক্ষরতা আন্দোলনের অন্যতম পথিকৃৎ। (মৃ.৫/০৬/১৯৯৬)
১৯১৭ - খোদেজা খাতুন, বাংলাদেশী শিক্ষাবিদ, লেখক ও সমাজ কর্মী। (মৃ. ১৯৯০)
১৯২২ - সৈয়দ ওয়ালীউল্লাহ, একজন বাঙালি কথাশিল্পী। (মৃ. ১৯৭১)
১৯২৬ - সুকান্ত ভট্টাচার্য, বাংলা সাহিত্যের প্রগতিশীল চেতনার কিশোর কবি। (মৃ.১৩/০৫/১৯৪৭)
১৯৩৭ - নয়ীম গহর, বাংলাদেশী গীতিকার। (মৃ. ২০১৫)
১৯৪৫ - আল্যাঁ জুপে, ফ্রান্সের সাবেক প্রধানমন্ত্রী।
১৯৪৫ - খালেদা জিয়া, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী।
১৯৪৭ - রাখী গুলজার, ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী।
১৯৫১ - লায়লা আরজুমান বানু, বাংলাদেশী রাজনীতিবিদ।
১৯৬৮ - আবু রেজা মুহাম্মদ নেজামউদ্দিন, বাংলাদেশী রাজনীতিবিদ।

মৃত্যু:
৭৬৭ - আবু হানিফা, ফিকহশাস্ত্রের একজন প্রখ্যাত বিশেষজ্ঞ এবং হিজরী প্রথম শতাব্দীর একজন গুরুত্বপূর্ণ ইসলামী ব্যক্তিত্ব। (জ. ৬৯৯)
১৮৩৬ - ইতালীয় নোবেল বিজয়ী লেখক গারসিয়া ডেলেডা।
১৯১০ - ইসলামবিষয়ক পণ্ডিত ও ব্রাহ্মধর্ম-প্রচারক ভাই গিরিশচন্দ্র সেন।
১৯৭৫-
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, স্বাধীন বাংলাদেশের স্থপতি ও প্রথম রাষ্ট্রপতি। (জ. ১৯২০)
বেগম ফজিলাতুন্নেসা, বাংলাদেশের প্রথম ফার্স্ট লেডি এবং প্রথম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের স্ত্রী। (জ. ১৯৩০)
শেখ কামাল, শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র ও ঢাকা আবাহনী লিমিটেডের প্রতিষ্ঠাতা। (জ. ১৯৪৯)
শেখ জামাল, শেখ মুজিবুর রহমানের দ্বিতীয় পুত্র ও বাংলাদেশ সেনাবাহিনীর কমিশন প্রাপ্ত অফিসার। (জ. ১৯৫৪)
শেখ রাসেল, শেখ মুজিবুর রহমানের সর্বকনিষ্ঠ পুত্র। (জ. ১৯৬৪)
সুলতানা কামাল খুকী, বাংলাদেশী ক্রীড়াবিদ। (জ. ১৯৫২)
আবদুর রব সেরনিয়াবাত, বাংলাদেশের রাজনীতিবিদ এবং প্রাক্তন ভূমি প্রশাসন, ভূমি সংস্কার ও ভূমি রাজস্ব ও বন্যানিয়ন্ত্রণ, পানিসম্পদ ও বিদ্যুৎ মন্ত্রী। (জ. ১৯২১)
শেখ ফজলুল হক মনি, বাংলাদেশী রাজনীতিবিদ, সাংবাদিক এবং বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা। (জ. ১৯৩৯)
১৯৭৮ - বাণীকুমার নামে সুপরিচিত বৈদ্যনাথ ভট্টাচার্য, ভারতীয় বাঙালি বেতার সম্প্রচারক, গীতিকার, প্রযোজক ও নাট্য পরিচালক।(জ.২৩/১১/১৯০৭)
২০২০ - প্রখ্যাত চিত্রশিল্পী মুর্তজা বশীর।

দিবস:
ভারতের স্বাধীনতা দিবস (১৯৪৭)।
বাংলাদেশের জাতীয় শোক দিবস।

 

আরপি/এসআর-০৩



আপনার মূল্যবান মতামত দিন:

Top