রাজশাহী বৃহঃস্পতিবার, ২রা মে ২০২৪, ২০শে বৈশাখ ১৪৩১


৩১ জুলাই: ইতিহাসের এই দিনে


প্রকাশিত:
৩১ জুলাই ২০২১ ১৫:৪১

আপডেট:
২ মে ২০২৪ ১০:১৮

প্রতীকী ছবি

আজ ৩১ জুলাই ২০২১, শনিবার। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি:
১৪৯৮ - ক্রিস্টোফার কলম্বাস পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জের ত্রিনিদাদ আবিষ্কার করেন।
১৬৫৮ - সম্রাট আওরঙ্গজেব আগ্রা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তর করেন।
১৮০৬ - বৃটিশ উপনিবেশবাদীরা দক্ষিণ আফ্রিকার ‘কাপ’ এলাকা দখল করে নেয়।
১৮০৭ - লর্ড মিন্টো গভর্নর জেনারেল পদে অধিষ্ঠিত হন।
১৮৫৬ - নিউজিল্যান্ডের শহর ক্রাইস্টচার্চকে সিটি হিসেবে গ্রহণ করা হয়।
১৯০৮ - স্যার ব্যাডেন পাওয়েল স্কাউট আন্দোলনের সূচনা করেন।
১৯১৯ - এয়েইমারে জার্মানি প্রজাতন্ত্র ঘোষণা করে।
১৯২৭ - নাগপুরে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধে।
১৯৪৪ - দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে খ্যাতনামা ফরাসি লেখক অ্যান্টনি দোসান্ত এক বিমান দুর্ঘটনায় মারা যান।
১৯৫৪ - ইতালীয় পর্বতারোহী দল প্রথম হিমালয়ের কে-২ শৃঙ্গে আরোহণ করেন।
১৯৭১ - এপোলো-১৫ মহাকাশ যান চাঁদে যাবার উদ্দেশ্যে রওনা হয়।
১৯৭৩ - বাংলাদেশকে ভিয়েতনামের স্বীকৃতি।
১৯৭৮ - চট্টগ্রামে এলপি গ্যাস কারখানা উদ্বোধন।
১৯৭৮ - চীনে সেকসপিয়ারের রচনাবলীর উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়।
১৯৯২ - জর্জিয়া জাতিসংঘের সদস্যপদ লাভ করে।

জন্ম:
১৭১৮ - ইংরেজ পদার্থবিদ জন ক্যান্টনের জন্ম।
১৭৩৬ - বিখ্যাত ফরাসি পদার্থবিদ চার্লস অগাষ্টিন কুলান জন্মগ্রহণ করেন।
১৮৩৫ - ফ্রান্স এর ৫০ তম প্রধানমন্ত্রী হেনরি ব্রিসন জন্মগ্রহন করেন।
১৮৭৫ - ফরাসি চিত্রকর জাক ভিয়ঁর জন্ম।
১৮৮০ - হিন্দি ভাষার লেখক মুন্সি প্রেমচাঁদ জন্মগ্রহণ করেন।
১৯১১ - বংশীবাদক পান্নালাল ঘোষের জন্ম।
১৯৬৫ - ব্রিটিশ লেখক জে কে রাউলিং জন্মগ্রহণ করেন।

মৃত্যু:
১৮৭৫ - মার্কিন যুক্তরাষ্ট্রের ১৭তম রাষ্ট্রপতি এন্ড্রু জনসন মৃত্যুবরণ করেন।
১৯৮০ - ভারতীয় সঙ্গীতশিল্পী মোহাম্মদ রফি মৃত্যুবরণ করেন।
১৯৯২ - কমিউনিস্ট নেতা রতন সেন সন্ত্রাসীদের হাতে নিহত হন।
২০০৯ - ইংলিশ ফুটবলার এবং ব্যবস্থাপক বব্বি রবসন মৃত্যুবরণ করেন।
২০১২ - মার্কিন গায়ক বিল ডস মৃত্যুবরণ করেন।

 

 

 

আরপি/এসআর-০৫



আপনার মূল্যবান মতামত দিন:

Top