রাজশাহী মঙ্গলবার, ২৩শে এপ্রিল ২০২৪, ১১ই বৈশাখ ১৪৩১


১ জুলাই : ইতিহাসের এই দিনে


প্রকাশিত:
১ জুলাই ২০২১ ২০:৫২

আপডেট:
১ জুলাই ২০২১ ২১:০৩

প্রতীকী ছবি

আজ ০১ জুলাই ২০২১, বৃহস্পতিবার, ১৭ আষাঢ় ১৪২৮ বঙ্গাব্দ। আজকের দিনটি সময়ের হিসাবে অতি অল্প সময়। আবার একটি ঘটনার জন্য যথেষ্ট সময়। ইতিহাস ঘেঁটে দেখা যায় বছরের প্রতিটি দিনেই ঘটেছে নানা উল্লেখযোগ্য ঘটনা। অনেকের আজ জন্মবার্ষিকী আবার কেউ মৃত্যুবরণ করেছিলেন এই দিনেই। চলুন এক নজরে দেখে নেয়া যাক আজকের দিনের ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু বিষয়-
ইতিহাসের পাতায় আজকের দিনটি:

ঘটনাবলি:
১৮৩৫- উইলিয়াম অ্যাডাম কর্তৃক বাংলাদেশের প্রথম শিক্ষাবিষয়ক রিপোর্ট (অ্যাডাম রিপোর্ট) পেশ।
১৮৪৭- মার্কিন ডাক বিভাগের প্রথম ডাক টিকিট চালু।
১৮৬২- কলকাতা হাইকোর্টের আনুষ্ঠানিক উদ্বোধন।
১৮৬২- রাশিয়ার মস্কোতে রাষ্ট্রীয় গণগ্রন্থাগার প্রতিষ্ঠিত হয়।
১৮৬৩- আমেরিকায় গৃহযুদ্ধ (গ্যাটিসবার্গ যুদ্ধ) শুরু।
১৮৬৭- কানাডা ব্রিটিশ উপনিবেশ থেকে স্বাধীনতা লাভ করে।
১৮৭৯- অবিভক্ত ভারতে প্রথম পোস্টকার্ড চালু।
১৯২১- কমিউনিস্ট পার্টি অব চায়না প্রতিষ্ঠিত হয়।
১৯২১- ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়।
১৯২৯- স্যার আবদুর রহিমকে সভাপতি, মওলানা আকরম খাঁকে সম্পাদক এবং শেরেবাংলা একে ফজলুল হককে সহ-সভাপতি করে নিখিল বঙ্গ প্রজা সমিতি গঠিত।
১৯৪৭- ব্রিটিশ পার্লামেন্টে ভারত ও পাকিস্তানের স্বাধীনতা আইন পাস।
১৯৬০- ব্রিটিশ নিয়ন্ত্রিত সোমালিয়া ও ইতালি নিয়ন্ত্রিত সোমালিয়ার একীভূত হওয়ার মধ্য দিয়ে আফ্রিকার দেশ সোমালিয়া স্বাধীনতা লাভ করে।
১৯৬২- আফ্রিকার ছোট্ট দেশ বুরুন্ডি ও রুয়ান্ডা স্বাধীনতা অর্জন করে।
১৯৬৬- কানাডায় প্রথম রঙিন টেলিভিশন সম্প্রচারিত হয়।
১৯৬৭- কানাডা প্রতিষ্ঠিত।
১৯৯৭- বৃটেন চীনের গুরুত্বপূর্ণ দ্বীপ জনপদ হংকংকে চীনের কাছে ফিরিয়ে দেয়।
২০০২- নেদারল্যান্ডসের হ্যাগে বিশ্বের প্রথম স্থায়ী আন্তর্জাতিক যুদ্ধাপরাধ আদালতের কার্যক্রম শুরু।

জন্ম:
১৬৪৬- জার্মান দার্শনিক এবং গণিতবিদ গট্ফ্রিড লিবনিৎসসের জন্ম।
১৮৮২- প্রখ্যাত চিকিৎসক ও পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়ের জন্ম।
১৯০৩- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং রাষ্ট্রপতির শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা আবুল ফজলের জন্ম।
১৯০৭- বিশিষ্ট রাজনীতিক, পার্লামেন্টারিয়ান আতাউর রহমান খানের জন্ম।
১৯৩০- নোয়াম চমস্কির স্ত্রী ক্যারল চমস্কি জন্মগ্রহণ করেন।
১৯৪৭- বঙ্গবন্ধুর অন্যতম বিশেষ স্নেহভাজন ৪ খলিফার অন্যতম আবদুল কুদ্দুস মাখনের জন্ম।
১৯৬১- মার্কিন ক্রীড়াবিদ কার্ল লুইসের জন্ম।
১৯৬১- প্রিন্সেস ডায়ানার জন্মদিন।
১৯৬৭- কানাডিয়ান অভিনেত্রী পামেলা অ্যান্ডারসন জন্মগ্রহন করেন।
১৯৭৬- ওলন্দাজ ফুটবলার রুড ভ্যান নিস্টেল্রয়ির জন্ম।

মৃত্যু:
১৯৬২- প্রখ্যাত চিকিৎসক ও পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়ের মৃত্যু।
২০০৪- ইংরেজ লেখক পিটার বার্নেস মৃত্যুবরণ করেন।
২০০৪- আমেরিকার প্রখ্যাত অভিনেতা মার্লোন ব্র্যান্ডো মৃত্যুবরণ করেন।

দিবস:
চিকিৎসক দিবস (ভারতীয়)।
ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস।

 

 

আরপি/এসআর-০৭



আপনার মূল্যবান মতামত দিন:

Top