রাজশাহী রবিবার, ১৯শে মে ২০২৪, ৫ই জ্যৈষ্ঠ ১৪৩১


অনুগল্প: হাসিবের বাড়ি ফেরা


প্রকাশিত:
১০ আগস্ট ২০১৯ ২৩:২১

আপডেট:
৮ সেপ্টেম্বর ২০১৯ ১৪:১৬

প্রতীকি ছবি

রাজশাহীর ভাল একটা কলেজের সম্মান দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী হাসিব। আর মাত্র দুই দিন পরেই কুরবানীর ঈদ। হাসিবের বাড়ি ফেরার  মতো টাকা নেই। টিউশনের টাকা এখনো দেয় নি ছাত্রের মা। বলেছিল, ঈদের আগে টাকা দেয়ার চেষ্টা করছি। হাসিবের টিউশনি করে চলতে হয়। অনেকদিন ধরে বাড়ি থেকে টাকা আসে না। কারণ তার বাবা অসুস্থ।

এখন বাড়ি ফেরার  টাকা না থাকায় হাসানের রাগটা অনেকখানি তুঙ্গে। ভেবেচিন্তে ঠিক করল আর ধৈর্য না ধরে কিছু একটা করেই ফেলবে সে। নিজেই নিজেকে বলছে ‘তোর এতো সাহস তো টাকাটা জোর করে নিতে পারিস না কেন?’ হাসিব বের হলো রুম থেকে ছাত্রের বাসার উদ্দেশ্যে। যে ভাবেই হোক টাকা আদায় করেই ছাড়বে হাসিব।


বাসায় গিয়ে টোকা দিতেই চোখ মুছতে মুছতে বেরিয়ে এলো ছত্রের মা। আমার পরিচিত একজন জানালেন কুরবানী দিতে পারেনি তারা।

 

লেখক: মেহেদী হাসান, ছাত্র, উদ্ভিদবিদ্যা বিভাগ, রাজশাহী কলেজ।



আপনার মূল্যবান মতামত দিন:

Top