রাজশাহী বুধবার, ২৪শে এপ্রিল ২০২৪, ১২ই বৈশাখ ১৪৩১


২৪ মে: ইতিহাসের এই দিনে


প্রকাশিত:
২৫ মে ২০২১ ০০:২৫

আপডেট:
২৪ এপ্রিল ২০২৪ ১৭:০৯

প্রতিকী ছবি

আজ ২৪ মে ২০২১, সোমবার। ১০ জ্যৈষ্ঠ, ১৪২৮ বঙ্গাব্দ। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

 

ঘটনাবলি:

১৮২২ - ইকুয়েডর স্বাধীনতা অর্জন করে।

১৯৭২ - কবি কাজী নজরুল ইসলাম ভারত থেকে ঢাকায় আসেন এবং তাকে বাংলাদেশের জাতীয় কবি হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।

১৯৯১ - বর্ণবাদী ইসরাইল সরকার, দ্বিতীয় বারের মতো ১৪ হাজার চারশ’ ইহুদিকে ইথিওপিয়া থেকে অধিকৃত ফিলিস্তিনে নিয়ে আসে।
১৯৯৩ - উত্তর-পূর্ব আফ্রিকার দেশ ইরিত্রিয়া, ইথিওপিয়ার কাছ থেকে স্বাধীনতা লাভ করে।

 

জন্ম:

১৯০৫ - রাশিয়ার বিখ্যাত লেখক মিখাইল শুলুখুফ।

১৯২০ - বিপ্লবী সাহিত্যিক সোমেন চন্দ

১৯৪১ - বব ডিলান, মার্কিন গায়ক, সঙ্গীত রচয়িতা, লেখক, সঙ্গীতজ্ঞ ও কবি।

১৯৬৬ - এরিক কাঁতোয়াঁ, একজন সাবেক ফরাসি ফুটবলার।
১৯৫১ - মুনতাসীর মামুন, বাংলাদেশের অধ্যাপক, শিক্ষাবিদ, লেখক ও গবেষক।

 

মৃত্যু:

১৫৪৩ - নিকলাস কপারনিকাস, পোল্যান্ডের বিখ্যাত জ্যোতির্বিজ্ঞানী ছিলেন।

 

 

আরপি/এসআর-০৮



আপনার মূল্যবান মতামত দিন:

Top