এবার সু চি’র ঘনিষ্ঠ নেতা গ্রেফতার

মিয়ানমারে অভ্যুত্থানের পর এবার ক্ষমতা সুসংহত করছে দেশটির সেনাবাহিনী। শুক্রবার সকালে ইয়াঙ্গুনে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে দেশটির বেসামরিক সরকারের নেত্রী অং সান সু চি’র দল এনএলডির শীর্ষস্থানীয় নেতা উইন হতেইনকে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।
সু চি’র ডান হাত বলে পরিচিত এই নেতা জানান, তাকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার করা হয়েছে। অভ্যুত্থানের আগে সোমবার ভোরেই আটক করা হয় সু চি ও দলের গুরুত্বপূর্ণ নেতাদের।
বিবিসিকে গ্রেফতার হওয়া উইন হতেইন জানান, বাড়ি থেকে তাকে গ্রেফতার নেপিদোতে নিয়েছে পুলিশ ও সেনা সদস্যরা। রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেফতার করা হলেও তাকে নির্দিষ্ট অভিযোগ জানানো হয়নি।
তিনি বলেন, আমি যা জানিয়ে কথা বলছিলাম তা তারা পছন্দ করছিল না।
৭৯ বছরের এই নেতা সু চির বড় সমর্থক ছিলেন। অভ্যুত্থানের পর একাধিক সাক্ষাৎকারে তিনি সামরিকবাহিনীর সমালোচনা করেছিলেন।
আরপি/এসআর-০৫
বিষয়: মিয়ানমার অং সান সু চি এনএলডি
আপনার মূল্যবান মতামত দিন: