রাজশাহী শনিবার, ২৭শে এপ্রিল ২০২৪, ১৫ই বৈশাখ ১৪৩১


পানি ও স্যালাইন দিয়ে নকল করোনার টিকা বানিয়ে বিক্রি


প্রকাশিত:
১৭ ফেব্রুয়ারি ২০২১ ০০:৪৩

আপডেট:
১৭ ফেব্রুয়ারি ২০২১ ০২:২২

প্রতীকি ছবি

পানি ও স্যালাইন দিয়ে নকল করোনা টিকা বানাতেন কং নামে চীনের এক ব্যক্তি। এ টিকা বানিয়ে বিক্রি করে লাখ লাখ ডলার আয় করেছেন। তাকে গ্রেফতারের পর আরও চাঞ্চল্যকর তথ্য সামনে আসে।নিজের তৈরি টিকা বানানোর আগে সত্যিকারের টিকা প্যাকেজিং ডিজাইন নিয়ে রীতিমতো গবেষণা চালান। পরে ৫৮ হাজারের বেশি নকল টিকার ডোজ বানান তিনি।

সেই টিকার একটি চালান বিদেশি পাচারও করেছে কং। কিন্তু কোথায় সেই চালান পাঠানো হয়েছে, তা জানা যায়নি। এর আগে একই ধরনের ঘটনায় আরও ৬৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে ২০টির বেশি মামলা করা হয়েছে।

আদালত সূত্রে জানা যায়, কং ও তার দল গত বছরের আগস্টের দিকে সিরিঞ্জ বোতলের ভেতরে স্যালাইন ও মিনারেল পানি ভরে টিকা হিসেবে বাজারজাত করেন। এভাবে তারা ২৭ লাখের বেশি ডলার হাতিয়ে নেন। গত বছরের নভেম্বর মাসে নকল টিকার ৬০০ ডোজ হংকংয়ে পাঠানো হয়। আসল প্রস্তুতকারকদের অভ্যন্তরীণ চ্যানেলগুলো ব্যবহার করে নকল এই টিকাগুলো বিক্রি করা হয়েছিল।

নকল টিকাগুলো বেশি দামে বিভিন্ন হাসপাতালে বিক্রি করা হয়। আরও কিছু অপরাধী গ্রামাঞ্চলে বাড়ি বাড়ি গিয়ে নকল টিকা সরবরাহ করে।

সূত্র: বিবিসি

আরপি/ এসআই-১২



আপনার মূল্যবান মতামত দিন:

Top