যুক্তরাষ্ট্রে এলোপাতাড়ি গুলি, নিহত ৩
 
                                যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যে এক বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন। বন্দুকধারীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ। স্থানীয় সময় শনিবার একটি ভবনের ভেতরে এ হামলা হয় বলে জানিয়েছেন দেশটির পুলিশ।
রকফোর্ডের পুলিশ টুইটে জানিয়েছে, সন্দেহভাজন বন্দুকধারী গ্রেফতার হয়ে কারাগারে রাখা হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে।
পুলিশ ডন কার্টার ল্যানসের কাছাকাছি এলাকা থেকে দূরে থাকতে জনগণকে আহ্বান জানিয়েছে। কারণ পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে আসেনি। কর্মকর্তারা এলাকাটিতে সর্বোচ্চ নিরাপত্তা দিতে চেষ্টা করছেন।
ভবনের বাইরে এক সংবাদ সম্মেলনে রাজ্যের পুলিশপ্রধান ড্যান ও’ শিয়া বলেন, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখে বন্দুকধারী সেখানেই রয়েছে। পুলিশ সেখানে কোনো গুলি করেনি। বন্দুকধারীর গুলিতে তিনজন মারা গেছেন। তিনজন আহত হয়েছেন।
তিনি বলেন, এ ঘটনায় আমাদের তিনজন লোক গুলিবিদ্ধ হয়েছেন। তাদের স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
সূত্র : রয়টার্স ও সিএনএন
আরপি/এমএএইচ
বিষয়: যুক্তরাষ্ট্র এলোপাতাড়ি গুলি নিহত ৩

 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: