রাজশাহী শুক্রবার, ২৬শে এপ্রিল ২০২৪, ১৩ই বৈশাখ ১৪৩১


শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখাই নিরাপদ: ডব্লিউএইচও


প্রকাশিত:
২৬ জুলাই ২০২০ ১৩:৪৯

আপডেট:
২৬ জুলাই ২০২০ ১৪:০৩

ফাইল ছবি

করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলি বন্ধ রাখাই নিরাপদ বলে মনে করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এই পরিস্থিতিতে আমেরিকায় স্কুল-কলেজ খোলার বিষয়েও সতর্ক করেছে সংস্থাটি।

সম্প্রতি সংস্থার জরুরি বিভাগের শীর্ষকর্তা মাইক রায়ান সোশ্যাল মিডিয়ায় একটি অনুষ্ঠানে বলেন, ‘পুরো গোষ্ঠী করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে না-আসা পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলি বন্ধ রাখাই নিরাপদ হবে। এই পরিস্থিতিতে আমেরিকায় স্কুল-কলেজ খোলা ঠিক হবে না।’

 

আরও পড়ুন: শিক্ষা প্রতিষ্ঠান বন্ধই থাকুক

 

করোনার ভ্যাকসিন আবিষ্কারের বিষয়ে তিনি বলেন, ‘‘আমাদের গবেষণা জোর কদমে এগোচ্ছে। বেশ কয়েকটি তৃতীয় পর্যায়ের ট্রায়ালে পৌঁছে গিয়েছে। সুরক্ষা বা শরীরে রোগ-প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে এখনও পর্যন্ত কোনটি ব্যর্থ হয়নি। তবু সকলের জন্য টিকা পেতে হয়তো সামনের বছরের শুরুর দিক পর্যন্ত সময় লেগে যাবে।’’

গত বছর ডিসেম্বরে চিনে শুরু হওয়া করোনা সংক্রমণের শিকার বিশ্বের অন্তত দেড় কোটি মানুষ। মৃত্যু ছাপিয়েছে ছয় লক্ষ। যার জেরে জোর ধাক্কা খেয়েছে বিশ্ব অর্থনীতি।

সূত্র: আনন্দবাজার।

 

আরপি/আআ-০৭



আপনার মূল্যবান মতামত দিন:

Top