যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ আগুন

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের কয়েকটি ভবনে ভয়াবহ আগুন লেগেছে। আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের ১০ কর্মী আহত হয়েছেন।
ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসের উপশহর এলাকায় শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় আগুন লাগে। খবর সিএনএন।
আগুন লাগার পরপরই বিকট একটি বিস্ফোরণ হয়। এরপর আগুন বেশ কয়েকটি ভবনে ছড়িয়ে পড়ে। আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের ২০০ কর্মী। এলাকায় বেশ কয়েকটি রাস্তা বন্ধ করে দেয়া হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে, কালো ধোঁয়া কুণ্ডলী পাকিয়ে লস অ্যাঞ্জেলেসের আকাশে উড়ছে।
লস অ্যাঞ্জেলেস ফায়ার সার্ভিসের মুখপাত্র নিকোলাস প্রাঞ্জ বলেন, দ্বিতীয় বিস্ফোরণের ভয় রয়েছে। আমরা সতর্কতার সঙ্গে কাজ করছি। যেন পরিস্থিতি কোনোভাবেই খারাপের দিকে না যায়।
আরপি/এমএএইচ
বিষয়: যুক্তরাষ্ট্র লস অ্যাঞ্জেলেস আগুন
আপনার মূল্যবান মতামত দিন: