রাজশাহী সোমবার, ১২ই জানুয়ারী ২০২৬, ২৯শে পৌষ ১৪৩২


যুক্তরাষ্ট্রে লেকের পাড়ে হাজারো সাপ!


প্রকাশিত:
১৭ ফেব্রুয়ারি ২০২০ ০৪:৪১

আপডেট:
১২ জানুয়ারী ২০২৬ ০৩:২০

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার লেকল্যান্ডের হোলিংসওয়ার্থ লেকে হঠাৎ করে হাজারো সাপ জড়ো হয়েছে। সাপের অত্যাচারে অতিষ্ট হয়ে পড়েছেন সেখানকার বাসিন্দারা। লেকল্যান্ড পার্কস এবং রিঅ্যাকশন অধিদফতরের ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে।

অভিযোগ পেয়ে সাপ-রহস্য উদঘাটন শুরু করেছেন অধিদফতরের কর্মকর্তারা। তারা বলছেন, ফ্লোরিডায় পানিতে বাস করা সাপদের এখন প্রজনন ঋতু। তাই সঙ্গীদের সঙ্গে সময় কাটাতে তারা এভাবে হইচই করছে। তবে লেকের চারপাশে টেপ দিয়ে নিরাপত্তা বেষ্টনী তৈরি করা হয়েছে। এছাড়া মানুষকে সচেতন করতে সেখানে লিখে দেয়া হয়েছে বিশেষ সতর্কবার্তা।

অধিদফতরের ফেসবুক পোস্টে বলা হয়েছে, ‘প্রজনন ঋতু শুরু হওয়ায় লেকে সাপ জড়ো হয়েছে। এরা খুব একটা বিষধর নয়। মানুষ আগে থেকে আক্রমণ না করলে সাপগুলো সহজে তাড়া করে না। মৌসুম শেষ হলেই তাদের আলাদা-আলাদা জায়গায় চলে যাওয়ার কথা। ইকোসিস্টেমের জন্য সাপ খুব গুরুত্বপূর্ণ। তাই তাদের বিরক্ত করা উচিত নয়।’

 

আরপি/আআ



আপনার মূল্যবান মতামত দিন:

Top