রাজশাহী বুধবার, ৩০শে এপ্রিল ২০২৫, ১৮ই বৈশাখ ১৪৩২


এক সপ্তাহে ইউক্রেনের ২৮১টি ড্রোন ধ্বংস করল রাশিয়া


প্রকাশিত:
২ সেপ্টেম্বর ২০২৩ ০১:৪৬

আপডেট:
৩০ এপ্রিল ২০২৫ ১৬:০৪

ফাইল ছবি

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গত সপ্তাহে তারা ইউক্রেনের ২৮১টি ড্রোন ধ্বংস করেছে। এর মধ্যে ২৯টি পশ্চিমাঞ্চলে ধ্বংস করা হয়েছে ।

রুশ মন্ত্রণালয় বলেছে, ২৮১টি ইউক্রেনীয় মনুষ্যবিহীন ড্রোন ধ্বংস করা হয়েছে, যার মধ্যে একটি টিইউ -১৪১ স্ট্রিজ, পাশাপাশি রাশিয়ান ফেডারেশনের পশ্চিম অঞ্চলে ২৯ টি ইউক্রেনীয় ইউএভি ধ্বংস করেছে।

আরও পড়ুন: ‘রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর মেয়ে ছিলাম, ক্ষমতায় এসে নিজের জন্য কিছু করিনি’

আল জাজিরার খবরে বলা হয়েছে, রাশিয়া প্রতিনিয়ত ড্রোনের ঝাঁক দিয়ে ইউক্রেনে আঘাত হেনেছে। এই ড্রোন ক্ষেপণাস্ত্রের চেয়ে অনেক সস্তা এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থার জন্য বাধা দেওয়া কঠিন ও ব্যয়বহুল হতে পারে।

গত মে মাস থেকে রাশিয়ার অভ্যন্তরে ইউক্রেনের ড্রোন হামলা বৃদ্ধি পেয়েছে এবং মস্কোতে হামলা ক্রমেই সাধারণ একটি বিষয় হয়ে উঠছে।

 

 

আরপি/এসআর-১৯



আপনার মূল্যবান মতামত দিন:

Top