রাজশাহী শুক্রবার, ২৬শে এপ্রিল ২০২৪, ১৩ই বৈশাখ ১৪৩১


করোনায় একদিনে প্রায় ৮ সহস্রাধিক মৃত্যু


প্রকাশিত:
৯ ডিসেম্বর ২০২১ ২০:৪০

আপডেট:
৯ ডিসেম্বর ২০২১ ২০:৪২

ফাইল ছবি

মহামারি করোনাভাইরাসে বিশ্বে দৈনিক মৃত্যু ও শনাক্তের সংখ্যা বেড়েছে। গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনার সংক্রমণে মারা গেছেন প্রায় ৮ হাজার মানুষ। একই সময়ে নতুন করে আক্রান্ত মানুষের সংখ্যা ছাড়িয়েছে সাড়ে ৬ লাখ।

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) সকালে ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিশ্বে ৭ হাজার ৬৪৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। যা আগের দিনের চেয়ে ৪৫ জন বেশি। এ নিয়ে মোট করোনায় মারা গেছেন ৫২ লাখ ৯৪ হাজার ৪৬৬ জন।

আরও পড়ুন: রামেকে করোনা আক্রান্ত হয়ে নারীর মৃত্যু

একই সময়ে প্রাণঘাতী এই ভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছেন ৬ লাখ ৬১ হাজার ৩০৪ জন। যা আগের দিনের চেয়ে ৭১ হাজার বেশি। এ নিয়ে মোট করোনা রোগী শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬ কোটি ৮০ লাখ ৭০ হাজার ৬৬৯ জনে।

এদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লাখ ২৬ হাজার এবং মারা গেছেন ১ হাজার ৩১৭ জন। দেশটিতে এ পর্যন্ত ৫ কোটি ৪ লাখ ১৮ হাজার ৩৪৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৮ লাখ ১৩ হাজার ৮৯১ জন মারা গেছেন।

আরও পড়ুন: আবরার হত্যায় রাজশাহীর দুই শিক্ষার্থীর ফাঁসি 

অন্যদিকে দৈনিক প্রাণহানির তালিকায় এরপরই রয়েছে রাশিয়া। ব্রাজিল করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে। করোনায় আক্রান্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রতিবেশী দেশ ভারত। তবে ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যার তালিকায় দেশটির অবস্থান তৃতীয়।

 

 

 

আরপি/এসআর-০৭



আপনার মূল্যবান মতামত দিন:

Top