রাজশাহী শনিবার, ৪ঠা মে ২০২৪, ২২শে বৈশাখ ১৪৩১


আডা’র প্রেসিডেন্ট বাচ্চু, সেক্রেটারি ইকবাল


প্রকাশিত:
১৭ মার্চ ২০২১ ২৩:১১

আপডেট:
৪ মে ২০২৪ ১৮:৪৮

ছবি:বামে আডা’র প্রেসিডেন্ট বাচ্চু, ডানে সেক্রেটারি ইকবাল

যুক্তরাষ্ট্রে এশিয়ান আমেরিকান ডেমোক্রেটিক এলায়েন্স’র (AADA) বোর্ড অব ডাইরেক্টরস সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সিদ্ধান্ত অনুযায়ি মঙ্গলবার ৬১ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

৭৯-৮৯, ১৬৯ স্ট্রিট হিলসাইড, জামাইকায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, বোর্ড অব ডাইরেক্টরস সদস্য ওসমান গনি। সভায় এশিয়ান আমেরিকান ডেমোক্রেটিক এলায়েন্স’র ৬১ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটি ঘোষণা করা হয়। এছাড়াও ২১ সদস্যবিশিষ্ট উপদেষ্টা মন্ডলী সদস্যও নির্বাচিত করা হয়।

১১ সদস্যবিশিষ্ট বোর্ড অব ডাইরেক্টরসবৃন্দরা হলেন, শাহাব উদ্দিন বাচ্চু, এসএম ইকবাল, কিউ জামান, বীর মুক্তিযোদ্ধা অ্যাডজুটেন্ট (অব.) ইসমাইল খান আনসারী, গিয়াস উদ্দিন চৌধুরী ঝিনু, ডা. আব্দুল লতিফ, ওসমান গণি, ইঞ্জিনিয়ার এম আনোয়ার তুহিন, আকরামুজ্জামান, মজিবুদ্দিন জেন্টু, ফরহাদ হোসেন রোজেন।

বোর্ড অব ডাইরেক্টরস সদস্যদের সভায় এশিয়ান আমেরিকান ডেমোক্রেটিক এলায়েন্স’র ৬১ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটি, ২১ সদস্যবিশিষ্ট উপদেষ্টা মন্ডলী নির্বাচিত করা হয়।

৬১ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটি যার প্রেসিডেন্ট নির্বাচিত হন এশিয়ান আমেরিকান ডেমোক্রেটিক এলায়েন্স’র বোর্ড অব ডাইরেক্টরস শাহাব উদ্দিন বাচ্চু। ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হন আব্দুন নুর মো. বড় ভ’ইয়া, ইঞ্জিনিয়ার মো. এম আনোয়ার তুহিন, মোহম্মদ আলী (ডেমক্রেট স্টেট লিডার)।

আরপি/ এসআই-৪

জেনারেল সেক্রেটারি নির্বাচিত হন এসএম ইকবাল। বীর মুক্তিযোদ্ধা অ্যাডজুটেন্ট (অব.) ইসমাইল খান আনসারী চিফ কোর্ডিনেটর নির্বাচিত করা হয়েছে। কোর্ডিনেটর নির্বাচিত হয়েছে, মো. আকরামুজ্জামান, দারাব ইউ জুলহাজ।

জয়েন্ট সেক্রেটারি আব্দুল মালেক সাচ্চু, বীর মুক্তিযোদ্ধা কাজী কামাল হোসেন, মিয়া আলিম পাখি। অরগানাইজিং সেক্রেটারি আব্দুল মজিদ আকন্দ, অ্যাসিস্টেন্ট অরগানাইজিং সেক্রেটারি এসএম ইলিয়াস খান, মিডিয়া সেল হাসান ইমাম টিংকু চৌধুরী, ট্রেজারার অধ্যক্ষ আবুল কালাম আজাদ, অ্যাসিস্টেন্ট ট্রেজারার সাদাত চৌধুরী, অফিস সেক্রেটারি মুসাব্বির এ মুসাব, অ্যাসিস্টেন্ট অফিস সেক্রেটারি আবু সাদেক, সেক্রেটারি হেলথ্ ডা. মো মাইনুল আহসান, অ্যাসিস্টেন্ট সেক্রেটারি হেলথ্ ডা. মুকুল, কালচারাল সেক্রেটারি জাহাঙ্গির আলম জয়, অ্যাসিস্টেন্ট কালচারাল সেক্রেটারি পারভিন বানু, স্পোটর্স সেক্রেটারি ফারুজ্জামান ফারুক, অ্যাসিস্টেন্ট স্পোটর্স সেক্রেটারি মো. জে আলম, উইম্যান সেক্রেটারি জিনাত মহল, অ্যাসিস্টেন্ট উইম্যান সেক্রেটারি শারমিনা সুলতানা, ইন্টারন্যাশনাল সেক্রেটারি আরিফ শিকদার, অ্যাসিস্টেন্ট ইন্টারন্যাশনাল সেক্রেটারি শওকত আকবর রবিন, আইটি সেক্রেটারি এমএস ইলিয়াস (ওয়াললেস), অ্যাসিস্টেন্ট আইটি সেক্রেটারি মো. আরমান, পাবলিসিটি সেক্রেটারি আনোয়ার হোসেন (প্রাণ), অ্যাসিস্টেন্ট পাবলিসিটি সেক্রেটারি ওয়াকিল আহম্মেদ, হিউম্যান সেক্রেটারি নাজিমুদ্দিন সরকার, অ্যাসিস্টেন্ট হিউম্যান সেক্রেটারি আব্দুল গণি রাজিব, ল সেক্রেটারি মো. সাবুল উদ্দিন, অ্যাসিস্টেন্ট ল সেক্রেটারি আব্দুর রহমান, ইনফরমেশন অ্যান্ড কমিউনেকেশন সেক্রেটারি আজাহার উদ্দিন সুমন, ইয়ুথ সেক্রেটারি মনির আহমেদ, সহকারি ইয়ুথ সেক্রেটারি শামিউল হক জুয়েল।

এছাড়াও কার্যকরী কমিটির সম্মানিত সদস্য নির্বাচিত হয়েছেন, অ্যাডভোকেট আব্দুল হাই কাইয়ুম, আলমগীর ভ’ইয়া, আব্দুল খালেক (নিউইয়ার্ক), ইকবাল হোসেন (নিউইয়ার্ক), জাফর মৃধা (নিউইয়ার্ক), নুর কাশেম গোলাপ (নিউইয়ার্ক), আব্দুল কাদের লিপু (নিউইয়ার্ক), আতিক রহমান (জর্জিয়া), আব্দুস সালাম (রাজ) (নিউইয়ার্ক), লুৎফর রহমান লাতু (নিউইয়ার্ক), মানজুরুল ইসলাম(নিউইয়ার্ক), মিজানুর রহমান, একবাল হোসেন(নিউইয়ার্ক), আশরাফুল আলম (নিউইয়ার্ক), এমডি শামীম আকন্দ, জয়নাল আবেদিন (আলবেনি), লামিয়া ফেরদৌস, বাশার আহমেদ, ওবাইদুর হক(ওয়াশিংটন), বশির আহম্মেদ (টেক্সাস), ফিরোজ হাসান মিলন, জামাল চৌধুরী (স্টার কাবাব), শেখ এ আলম, মোহন জাব্বার (আটলান্টা)।

২১ সদস্যবিশিষ্ট উপদেষ্টা মন্ডলী সদস্য যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন, প্রধান উপদেষ্টা ড. শওকত আলী (পিএইচ. ডি), অ্যাটর্নি জন রিভস (লিগ্যাল অ্যাডভাইজার), এবিএম ওসমান গণি, শহিদুর রহমান (সাবেক সংসদ সদস্য), ডা. ওয়াজেদ আলী খান, দিনাজ খান (ফ্লোরিডা), বাহাউল ইসলাম উজ্জ্বল, মো. হোসেন খান (কেমিস্ট), ফকরুল ইসলাম দেলোয়ার, অ্যাটর্নি সোমা সাঈদ, আবুল কালাম আজাদ (ফ্লোরিডা), রুহুল আমিন সিদ্দিকী, মো. মোকতার হোসেন (বাফেলো), আব্দুর রহিম হাওলাদার, নাজমুল শেখ রাজা (ক্যালফোনিয়া), সাব্বির লস্কর, শেখ হায়দার আলী, ইঞ্জিনিয়ার এইচএম শহিদ, মাহফুজুর রহমান খুররম, আব্দুল আলিম, সাইদুর রহমান মুকুল (নিউজার্সি), রফিক হাসান (জর্জিয়া), হাজী আব্দুর রহমান, সারাফত উল্লাহ মানু (কনেক্টটিকা), খালেকুজ্জামান (মিশিগান)।

এশিয়ার দেশগুলোতে গণতন্ত্র প্রতিষ্ঠায় কাজ করবে এই এশিয়ান আমেরিকান ডেমোক্রেটিক এলায়েন্স। গণতন্ত্র প্রতিষ্ঠা, সন্ত্রাস, দুর্নীতি রোধ ও মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে কাজ করাই এ এলায়েন্সের মুল লক্ষ্য।

ইতোমধ্যেই এশিয়ান আমেরিকান ডেমোক্রেটিক এলায়েন্স নিয়ে যুক্তরাষ্ট্রে বসবাসরত ভারত, পাকিস্তান, বাংলাদেশসহ বিভিন্ন দেশের কমিউনিটিতে বেশ আলোচিত হচ্ছে। আগামীতে এশীয় দেশগুলোর আর্থ-সামাজিক, রাজনৈতিক উন্নয়নে এ এলায়েন্স গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরপি/ এসআই-৫



আপনার মূল্যবান মতামত দিন:

Top