রাজশাহী বুধবার, ১৫ই মে ২০২৪, ২রা জ্যৈষ্ঠ ১৪৩১


চবির নির্মাণাধীন হলে চুরির তিন দিন পর এলেন প্রভোস্ট!


প্রকাশিত:
২৬ জুলাই ২০২২ ০৪:১২

আপডেট:
২৬ জুলাই ২০২২ ০৪:৪৯

ছবি: সংগৃহিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নির্মাণাধীন একটি হলে চুরির ঘটনা ঘটেছে। খোয়া গেছে লক্ষাধিক টাকার সরঞ্জাম। তবে চুরি হবার পর তিন দিন পর ঘটনাস্থল পরিদর্শনে যান হলটির প্রভোস্ট!

গত বৃহস্পতিবার (২১ জুলাই) রাতে নির্মাণাধীন শ্রীজ্ঞান অতীশ দীপঙ্কর হলে ঘটনাটি ঘটে। রোববার (২৪ জুলাই) হলটির প্রভোস্ট অধ্যাপক ড. কুন্তল বড়ুয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, 'চুরির ব্যাপারে অবগত আছি। হলটি আজ পরিদর্শন করেছি।'

আরও পড়ুন: নিয়োগ পরীক্ষা: প্রশ্নফাঁসের অভিযোগে মাউশি কর্মকর্তা গ্রেফতার

চুরি হওয়া সরঞ্জাম নিয়ে তিনি বলেন, 'কিছু সিলিং ফ্যান, থাই এলুমিনিয়ামের জানালা ও ইলেকক্ট্রিক সরঞ্জামাদি চুরি হয়েছে। দেশের বাইরে ছিলাম আমি, এই সময়ের মধ্যেই ঘটনাটি ঘটেছে। আগামীকাল রেজিস্ট্রারকে লিখিতভাবে বিস্তারিত জানাব।'

আরও পড়ুন: সাংবাদিককে গালাগাল, সেই ইউএনওকে ওএসডির নির্দেশ

তিনি আরও জানান, 'হলটি চালু না হওয়ায় কোন নিরাপত্তা প্রহরী বা সিসি ক্যামেরা ছিল না। তারপরও কোনকিছু পাওয়া যায় কিনা সেজন্য আশেপাশের সিসি ক্যামেরাগুলো চেক করব। '

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এস এম মনিরুল হাসানের কাছে বিষয়টি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, 'আমি ঘটনাস্থলে গিয়ে দেখি নি। চুরির বিষয়ে প্রভোস্ট আমাকে শুধু মৌখিকভাবে জানিয়েছেন। লিখিতভাবে এখনো কিছু জানান নি।'

আরও পড়ুন: চবিতে ছাত্রী হেনস্তার ঘটনায় ৪ চার শিক্ষার্থী বহিষ্কৃত

বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা দপ্তরের প্রধান মো. আব্দুর রাজ্জাক বলেন, 'বঙ্গবন্ধু হল ও অতীশ দীপঙ্কর হলের ওদিকে আমাদের কোন নিরাপত্তা প্রহরী নেই। পাহারার জন্য লোক নিয়োগের ব্যাপারে আমাদেরকে কখনও কোন চিঠিও প্রদান করা হয় নি।'

 

আরপি/এসএইচ



আপনার মূল্যবান মতামত দিন:

Top