রাজশাহী মঙ্গলবার, ৫ই ডিসেম্বর ২০২৩, ২১শে অগ্রহায়ণ ১৪৩০


রাজশাহী কলেজের অধ্যক্ষ হলেন অধ্যাপক আব্দুল খালেক


প্রকাশিত:
৪ অক্টোবর ২০২১ ২২:৫৯

আপডেট:
৪ অক্টোবর ২০২১ ২৩:১৯

ফাইল ছবি

দেশ সেরা শিক্ষাপ্রতিষ্ঠান রাজশাহী কলেজের হাল ধরলেন অধ্যাপক আব্দুল খালেক।

সোমবার (৪ অক্টোবর) ভারপ্রাপ্ত অধ্যক্ষ থেকে পদোন্নতি পেয়ে অধ্যক্ষ হিসেবে মনোনিত হলেন স্বপ্নবাজ এই শিক্ষক।

প্রাক্তণ অধ্যক্ষ অধ্যাপক মোহা. হবিবুর রহমান অবসর পরবর্তী সময়ে দীর্ঘ প্রায় দুই বছর ধরে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালন করে আসছিলেন তিনি।


করোনাকালেও শিক্ষার গুনগত মান ধরে অনলাইনে পাঠদান কার্যক্রম সুষ্ঠুভাবে চালিয়ে আসায় এরই মধ্যে সারাদেশে প্রশংসিত হয়েছেন তিনি।

রাজশাহী কলেজের প্রাণ পুরুষ অধ্যাপক আব্দুল খালেক অধ্যক্ষ হিসেবে মনোনিত হওয়ায় কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা অভিনন্দন জানিয়েছেন। আন্তরিক অভিনন্দন জানিয়েছেন রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটিসহ সহ-শিক্ষা সংগঠনের নেতারা।

আরপি/ এমআই 



আপনার মূল্যবান মতামত দিন:

Top