প্রশাসনিক কার্যক্রম চালাতে আগামীকাল খুলছে রাজশাহী কলেজ
প্রশাসনিক সকল কার্যক্রমের জন্য স্বাস্থ্যবিধি মেনে আগামীকাল থেকে খুলছে রাজশাহী কলেজ। রোববার বিকেলে কলেজ অধ্যক্ষ প্রফেসর মহা.হবিবুর রহমানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভাইরাস জনিত রোগ কোভিড-১৯ এর বিস্তার রোধে এবং পরিস্থিতি উন্নয়নের লক্ষে শর্ত সাপেক্ষে আগামী পহেলা জুন থেকে সীমিত পরিসরে অফিস খোলা থাকবে।
সেই সাথে কলেজের ৩য় ও ৪র্থ শ্রেণি এবং সহায়ক কর্মচারিদের স্বাস্থ্যবিধি মেনে অফিস করতে হবে।
এ ব্যাপারে জানতে চাইলে রাজশাহী কলেজ উপাধ্যক্ষ প্রফেসর মোহা: আব্দুল খালেক জানান, শিক্ষার্থীদের ক্লাসের জন্য নয় প্রশাসনিক সকল কার্যক্রমের জন্য স্বাস্থ্য বিধি মেনে চালু হচ্ছে কলেজ।
শিক্ষার্থীরা বিশেষ প্রয়োজন ছাড়া কলেজে প্রবেশ করতে পারবে না। আর সকল কর্মচারীদের শর্ত মেনে অফিস করতে হবে বলে জানান উপাধ্যক্ষ।
আরপি / এমবি
আপনার মূল্যবান মতামত দিন: