মেয়েকে ধর্ষণ মামলায় বাবার যাবজ্জীবন

নিজের মেয়েকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার আসামি কামাল হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক বেগম কামরুন্নাহারের আদালত এই রায় ঘোষণা করেন। কারাদণ্ডের পাশাপাশি ৫০ হাজার টাকা অর্থদণ্ডের রায় দেওয়া হয়,অনাদায়ে আরও ৬ মাসের কারাভোগের আদেশ দেন আদালত।
এ দিন রায় ঘোষণাকালে আসামিকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। রায় ঘোষণা শেষে সাজার পরোয়ানা দিয়ে আবারও তাকে কারাগারে পাঠানো হয়। মামলায় ৮ জন সাক্ষীর মধ্যে ৬ জনের সাক্ষ্য নেন আদালত।
মামলার সূত্রে জানা যায়, ৮/৯ বছর আগে মেয়েটির বাবা-মায়ের ডিভোর্স হয়। এরপর মেয়েটি তার দাদীর কাছে থাকতেন। আসামি বাবা কামাল হোসেন লিপি বেগম নামে আরেকজনকে বিয়ে করে। এরপর ২০১৯ সালে এপ্রিল মাসে বাবা কামাল হোসেন তার মেয়েকে রাজধানীর রূপনগর আবাসিক এলাকার বস্তিতে নিয়ে যায়। এ কারণে সৎ মায়ের সঙ্গে মেয়েটির বাবার ঝগড়া হয়। এরপর ওই বছরের ২ মে মেয়েটিকে নিয়ে তার বাবা বাড্ডার আব্দুল্লাহবাগ এলাকায় বাসা ভাড়া নেয়। পরে ৪ এবং ৫ মে কামাল হোসেন মেয়েটিকে ধর্ষণ করে।ওই ঘটনায় মেয়েটি বাদী হয়ে বাবা কামাল হোসেনের বিরুদ্ধে বাড্ডা থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।
আরপি/ এসআই-১
আপনার মূল্যবান মতামত দিন: